X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জাহানারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১৯:১৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:১৫

ঘরোয়া ক্রিকেট দিয়ে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা মাঠে ফিরলেও সালমা-জাহানারারা আছেন অপেক্ষাতে। তবে আগামী মার্চে বাংলাদেশ গেমস দিয়েই ২২ গজের লড়াইয়ে ফেরার সুযোগ হচ্ছে তাদের। এরপর মার্চের শেষ সপ্তাহে আসবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। তাই ক্রিকেটে ফেরার সঙ্গে সঙ্গে ব্যস্ত সূচিতে থাকবেন জাহানারা আলমরা।

আপাতত সেই লক্ষ্যেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলতি মাসের ৪ তারিখ থেকে অনুশীলন করছে নারী ক্রিকেট দল। মাঠে ফেরার আগে এক মাসের এই ক্যাম্পে নিজেদের প্রস্তুতি নিয়ে এরইমধ্যে সন্তুষ্টি ঝরেছে জাহানারা আলমের কণ্ঠে।

সিলেটে তিন সপ্তাহের অনুশীলন শেষে জাতীয় দলের পেসার জাহানারা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা বেশ ভালো প্রস্তুতি নিচ্ছি। সত্যি কথা বলতে, খুব খুশি যে ক্রিকেটে ফিরতে পারছি। আমরা এরইমধ্যে ক্যাম্পের মাঝে চারটি ওডিআই ম্যাচ খেলেছি। দুটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামীতে আরও তিন-চারটা ম্যাচ খেলবো। তাই সব মিলিয়ে আমাদের প্রস্তুতি খুবই ভালো।’

দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরতে পারায় তিনি আবার কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বিসিবির কাছে, ‘প্রায় ১০ মাস পর মাঠে ফেরার সুযোগ হয়েছে। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

করোনার দীর্ঘ বিরতি সাকিবদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। ক্যারিবীয়দের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। সাকিব-তামিমদের পারফরম্যান্স দেখে সেখান থেকে অনুপ্রেরণা নিচ্ছেন জাহানারারাও, ‘ভাইয়ারাও প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সবাই দারুণ পারফরম্যান্সের মধ্যে আছে। এটা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। আমাদের বিশ্বাস, যখন আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করবো, আমরাও দারুণ পারফর্ম করবো।’

অবশ্য প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেলেও মেয়েদের আন্তর্জাতিক ম্যাচে ফেরার বিষয়টি এখনও অন্ধকারে। মার্চের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের সঙ্গে খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবে মেয়েরা। কিন্তু জাহানারা মুখিয়ে আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে, ‘অবশ্যই মুখিয়ে আছি। কারণ, দিনশেষে আন্তর্জাতিক ক্রিকেটটাই তো আমাদের কাছে মূল বিষয়।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল