X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২৩:৩৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২৩:৩৭

গাজীপুরে সমাজসেবা অধিদফতরের নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে নাজমা আক্তার (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার হেফাজতি সিরিয়াল নং-১২২৯। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে টয়লেটের দরজার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লী উত্তর কোনাপাড়া এলাকার হারেছ আলীর মেয়ে।

শেখ মিজানুর রহমান জানান, নাজমা আক্তারকে গত ২২ ডিসেম্বর ঢাকার শাহ আলী থানার একটি মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সমাজসেবা অধিদফতরের শিশু উন্নয়ন কেন্দ্রে (বালিকা) আনা হয়। সেখান থেকে বাসন থানার মোগড়খাল এলাকার সমাজসেবা অধিদফতরের অধীন ভোগড়া নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। ওই দিন থেকেই তিনি এ কেন্দ্রের হেফাজতি ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কর্তৃপক্ষের নির্দেশে হেফাজত কেন্দ্রের নিবাসীরা সবাই নিজেদের কক্ষ থেকে বের হয়ে নিচে নেমে আসেন। তবে মাথাব্যথার কারণ দেখিয়ে নাজমা নিচে না নেমে কক্ষে অবস্থান করেন। দুপুর সোয়া ১টার দিকে কেন্দ্রের হেফাজতিরা নিজেদের কক্ষে ফিরে যান। এ সময় অন্য হেফাজতিরা ভবনের তৃতীয় তলার ৩০৩ নম্বর কক্ষের টয়লেটের দরজার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ওই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!