X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ডাকাতির ৮০ লাখ টাকার সিগারেট উদ্ধার, ৬ জন কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১৪:৩৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৪:৩৫

মানিকগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি হওয়া ৮০ লাখ টাকার সিগারেট ১০ দিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৭ জানুয়ারি) থেকে বৃহস্পাতিবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পরে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে আসামিদের মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানান।

উদ্ধার হাইস গাড়ি আসামিরা হলেন নওগাঁর মো. হাসান ব্যাপারী রানা (৩৭), দিনাজপুরের মো. সালাউদ্দিন (৩৮), পাবনার মো. নুরুজ্জামান হোসেন মোক্তার (৫১), গাইবান্ধার কাউসার হোসেন (২৬), সিরাজগঞ্জের মো. সাইফুল ইসলাম (৪৩) ও ফরিদপুরের মো. পান্না শিকদার পাপ্পু (৪২)।

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় ঢাকা আরিচা মহাসড়কের দোতরা এলাকায় কয়েকজন ব্যক্তি ডিবি পরিচয়ে সিগারেট বহনকারী কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে তারা কাগজপত্র দেখার অজুহাতে চালক ও হেলপারকে নামিয়ে ওয়াটকি সেটসহ একটি হাইস গাড়িতে তুলে নিয়ে যায়। ডিবি পরিচয়ধারী অন্য সদস্যরা সিগারেটের গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ওয়াকিটকি সেটসহ উদ্ধার সরঞ্জাম এ ঘটনায় এপি-অগ্রণী ট্রেডিং করপোরেশন লিমিটেড (ডিস্ট্রিবিউটর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড), মানিকগঞ্জ শাখার সেলসম্যান লিখিতভাবে সাটুরিয়া থানায় অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তদন্ত শুরু করেন।

মামলার পরে ঢাকার মিরপুর, উত্তরা, হেমায়েতপুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হওয়া কাভার্ডভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ি এবং আসামিদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ, গামছা এবং রশি জব্দ করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা
ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ