X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৯

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার ব্যবস্থা করাসহ চার দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন-কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চার দফা দাবিতে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা গত ১ ফেব্রুয়ারি থেকে আন্দোলন কর্মসূচি শুরু করেন। ওই দিন কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করেন শিক্ষার্থীরা। এরপর গত বুধবার (৩ ফেব্রুয়ারি) জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। একইসঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষাবোর্ডে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। এতে সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এরপর শাহাবাগ থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলে। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অবস্থান নেন সেখানে। একপর্যায়ে নারী শিক্ষার্থীসহ কয়েকজন শিক্ষার্থীকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। পরে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। এরপর বিকাল তিনটার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে পুলিশ সেখানেও তাদের  দাঁড়াতে দেয়নি।

শিক্ষার্থীরা জানান, কারিগরি বোর্ড হঠাৎ করে গত ৮ জানুয়ারি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা নেওয়ার জন্য ফরম পূরণের কথা বলা হয়। কিন্তু গত এক বছরে একটি ক্লাসও হয়নি। কোন প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হবে, তা স্পষ্ট করেনি। এতে আমরা পরীক্ষা নিয়ে অন্ধকারের মধ্যে রয়েছি।

শিক্ষার্থী নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘করোনার মধ্যে পলিটেকনিক কলেজগুলোতে ভর্তি কার্যক্রম স্বাভাবিকভাবে হয়েছে। এখন পুরো টিউশন ফি দাবি করা হচ্ছে। আমরা এসব অযৌক্তিক ফি প্রত্যাহার চাচ্ছি। কিন্তু কারিগরি বোর্ড কোনও সহযোগিতা করছে না। বাধ্য হয়ে বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি।’

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—করোনায় যে ক্ষতি হয়েছে, তা পোষাতে এক বছর সেশনজট কমানোর উদ্যোগ নিতে হবে। হঠাৎ স্থগিত হওয়া দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলো অটোপাস দিয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাসগুলো চালু করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে হবে। অতিরিক্ত ফি প্রত্যাহার ও প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি ৫০ শতাংশ মওকুফ করতে হবে এবং সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে চার বছরের ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়। চার বছরে মোট আটটি সেমিস্টারে কোর্স সম্পন্ন করা হয়। আগস্ট মাসে ভর্তি হয়ে জানুয়ারি মাস পর্যন্ত (আগস্ট-জানুয়ারি) সেমিস্টার চলে। দেশের শিক্ষা ব্যবস্থার এই ধারায় বর্তমানে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী রয়েছেন।

করোনার কারণে প্রায় ১১ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ইতোমধ্যে দুই সেমিস্টার পিছিয়ে পড়েছেন এই শিক্ষার্থীরা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংগঠনের আহ্বায়ক এপিএম সুহেল এবং সদস্য সচিব ইসমাইল সম্রাট পলিটেকনিক শিক্ষার্থীদের চার দফা দাবি সমর্থন করে নারী শিক্ষার্থীসহ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়ার নিন্দা জানান।     

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি