X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কেউ কি নেই প্রতিবাদ করার: আবদুল কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি 
১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২০

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার গাড়িবহরে হামলার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কাদের ইঙ্গিতে আজ নিজাম হাজারী, একরাম চৌধুরী এত দাপট দেখায়? দাপট দেখিয়ে চলে? তারা আমাদের ওপর হামলা করার মতো ঘটনা ঘটাচ্ছে! এ দেশে কি সরকার নেই, এ দেশে কি প্রশাসন নেই? আজ আমাদের এলাকার কি কোনও অভিভাবক নেই? কেউ কি প্রতিবাদ করার নেই? আমরা এই এলাকার জনগণ যাকে মন্ত্রী বানিয়েছি, সেই মন্ত্রীর কাজ কী? সেই মন্ত্রী অপশক্তির কাছে আজ মাথানত করেছেন?’ 

চট্টগ্রামে শপথ নিতে যাওয়ার সময় বৃহস্পতিবার ভোরে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি তার গাড়িবহরে হামলার প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, ফেনীর নিজাম উদ্দিন হাজারী ও নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসীরা বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে দাগনভূঁঞা বাজারে তার গাড়িবহরে হামলা করে। আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

আবদুল কাদের মির্জা বলেন, ’চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে ফেনীর দাগনভূঁইয়াতে আমার গাড়িবহরে হামলা করেছে। ফেনীতে আওয়ামী লীগ নেতা একরাম হত্যার (ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম) ঠিক একই কায়দায় আমাকে হত্যা করার জন্য একরাম চৌধুরীর (নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী) সন্ত্রাসীরা, নিজাম হাজারীর সন্ত্রাসীরা আমার গাড়ির গতিরোধ করে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে একটা ট্রাক থাকার কারণে আমার গাড়িটি দ্রুত চলে আসছে। আমার গাড়িতে কিছু করতে পারে নাই। আমার পরবর্তীতে ১০/১২টি গাড়ি ছিল। সেগুলোতে হামলা করা হয়েছে। ইট-পাটকেল ও ডিম মারা হয়েছে। সেলিম নামে আমাদের একজন নেতা আহত হয়েছে।’

তিনি বলেন, ‘শুধু আজকের ঘটনা নয়। ফেনীতে আপনারা জানেন, একরাম ভাইকে দিবালোকে জ্বালিয়ে হত্যা করা হয়। তারা গাড়িসহ তাকে জ্বালিয়ে হত্যা করে। দাগনভুঁইয়াতে ফখরুল ইসলাম নামে একজনকে হত্যা করে। ২০১৮ সালে দাগনভুঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাহিনী এবং তার সন্ত্রাসী প্যানেল মেয়র সাইফুলের নেতৃত্বে ফখরুল ইসলামকে হত্যা করা হয়েছে। আজ ফেনীতে যে হত্যার রাজনীতি চলছে, যেটি আগেও আমি বলেছিলাম বন্ধ করার জন্য। কিন্তু কেন বন্ধ করা হচ্ছে না?’

মির্জা আবদুল কাদের বলেন, ‘আমার বসুরহাট থেকে দাগনভুঁইয়াতে সিএনজিগুলো আসতে পারে না। নিজাম হাজারী, দিদারুল কবির রতনকে টাকা দিতে হয়। সেখানে পুলিশকে টাকা দিতে হয়। ট্রাফিক পুলিশকে টাকা দিতে হয়। গত এক মাস আমার এলাকার সিএনজি গ্যাসের জন্য এ এলাকায় আসে না। সেবারহাট থেকে গ্যাস নিয়ে তারা গাড়ি চালায়। অত্যন্ত দুঃখ-দুর্দশার মধ্যে তারা চলছে।’ আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

তিনি আরও বলেন, ‘এখান থেকে এলাকায় ফিরে গিয়ে, যদি আল্লাহ আমাকে ফিরায়, আমি এক মাস আর মানবো না। আমি অনতিবিলম্বে এদের দল থেকে বহিষ্কারের দাবিতে, নোয়াখালীতে অপরাজনীতি বন্ধের দাবিতে, নোয়াখালী এবং ফেনীতে ভোট চুরি করার বিরুদ্ধে এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। কোনও ছাড় দেওয়া হবে না। ছেড়ে দিতে পারি না। আমি কোনও অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমি বলেছি, আমি সাহস করে সত্য কথা বলবো। অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমি গরিবের পক্ষে আছি। ইনশাআল্লাহ থাকবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই ঘটনাগুলোর সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। না হলে আপনার সব অর্জন এরা ধ্বংস করবে। এদের কারা আজ শেল্টার দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। তাদের চিহ্নিত করেন। সে যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেন। মাননীয় প্রধানমন্ত্রী, বিষয়টি দেখবেন।’

শেষে তিনি বলেন, আজ বৃহস্পতিবার রাত ৮টায় লাইভে এসে পরবর্তি কর্মসূচি ঘোষণা করবো।

আরও পড়ুন-

শপথ নিতে যাওয়ার পথে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…