X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনাজয়ীদের জন্য এক ডোজ ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৮

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া ব্যক্তিদের এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করেছে ফ্রান্স। বিশ্বের প্রথম দেশ হিসেবে শুক্রবার দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই সুপারিশ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃক অনুমোদন পাওয়া করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিনই দুটি ডোজ করে প্রয়োগ করা হচ্ছে। দুটি ডোজ প্রয়োগের মধ্যে ব্যবধান রাখা হচ্ছে কয়েক সপ্তাহ। ক্লিনিক্যাল ট্রায়ালে কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ নিলে ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা বাড়ে বলে প্রমাণিত হয়েছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে গেছেন তাদের দেহে এক ডোজ ভ্যাকসিনে সৃষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ফলে তাদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট।

এক বিবৃতিতে বলা হয়েছে, এক ডোজেই তাদের দেহের ইমিউন ব্যবস্থাকে মনে করিয়ে দেবে কীভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।

ফরাসি কর্তৃপক্ষ সুপারিশ করেছে, করোনা আক্রান্ত থেকে সুস্থ হওয়ার তিন ও ছয় মাসের মধ্যে এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মুহূর্তে কোনও দেশেই করোনাজয়ীদের জন্য এক ডোজ ভ্যাকসিনের সুনির্দিষ্ট অবস্থান নেই।

কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে ভ্যাকসিন কর্মসূচি গতি পেয়েছে। তবে এখনও যা যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত ২১ লাখ মানুষ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। দুটি ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৮০০।

ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৪ লাখ।

সাম্প্রতিক দুটি মার্কিন গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, করোনাজয়ীদের জন্য হয়ত একটি ডোজই কার্যকর। একটি গবেষণায় বলা হয়েছে, সুস্থ হওয়ার পর যারা এক ডোজ ভ্যাকসিন নেবেন তাদের দেহে দুটি ডোজের মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

জনসন অ্যান্ড জনসন এক ডোজের একটি ভ্যাকসিন উদ্ভাবন করেছে। তবে এখনও তা ইইউ ও যুক্তরাষ্ট্রে অনুমোদন পায়নি।

 

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ