X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রিজভীসহ ১৫৩ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৪

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (১৩ ফেব্রুয়ারি)  পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রুহুল কবির রিজভীসহ ৩৩ জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১২০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।  রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম রবিবার (১৪ ফেবুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে শনিবার রাতেই  মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  জড়ো হন। সমাবেশ শেষে তারা প্রেস ক্লাব এলাকায় পুলিশের ওপরে আক্রমণ করে এবং মিছিল নিয়ে মৎস্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে শাহবাগের দিকে যেতে থাকেন। অবৈধ উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে, তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও সরকারি কাজে বাধা দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয় যে,  ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আসামিদের ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে থাকা প্লাস্টিকের ডাল ভেঙে যায়। এ সময়  আসামিসহ অনেককে আটক করে জিজ্ঞাসাবাদের  মাধ্যমে জানা যায়, এই কর্মসূচি এবং পুলিশের ওপর আক্রমণে নেতৃত্ব দেন এজাহারে পলাতক উল্লেখ করা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

মামলায় বিএনপি নেতাকর্মীদের ৩৩ জনের নাম উল্লেখ করা রহয়। এছাড়া অজ্ঞাতনামা আরও  ১২০ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা ৩৩ জন আসামি হলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল রহমান খোকন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, রমনা থানা বিএনপির সহ-সভাপতি জাকির, ছাত্রদল নেতা, ওবায়দুল্লাহ নাঈম, তানজিল হাসান, রফিকুল ইসলাম, হোরন মিয়া, যুবদল নেতা শরিফ উদ্দিন ওরফে জুয়েল, আব্দুর রশিদ, রুবেল, দিদারুল ইসলাম বাবু, সাইফুজ্জামান শামীম, মিজানুর রহমান অনি, ওমর ফারুক সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম হোসে। এছাড়াও রয়েছেন আলামিন মোল্লা, মিল্টন শেখ, মো. সানোয়ার, মো.জহির, মো. রুবেল, মোহাম্মদ এবাদুল, হামিদুল ইসলাম, মোহাম্মদ মহসিন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা