X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কর্ন ফ্লাওয়ারের ভিন্ন ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৫

ভাজা খাবার মচমচে করতে বা চাইনিজ খাবার রান্নায় ব্যবহৃত হয় কর্ন ফ্লাওয়ার। তবে শুধু রান্নার কাজেই নয়, ঘরোয়া নানা টুকিটাকি সমস্যার সমাধানেও কর্ন ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন।

জানালার গ্লাস পরিষ্কার করতে
জানালার গ্লাস পরিষ্কার ও চকচকে করতে কর্ন ফ্লাওয়ারকে কাজে লাগাতে পারেন। কর্ন ফ্লাওয়ারের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে কাচে লাগিয়ে একটি কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

কাচে ধুলো জমে ঝাপসা হয়ে গেলে কুসুম গরম পানিতে ২ চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। কাচের উপর এই মিশ্রণ স্প্রে করে খবরের কাগজ দিয়ে মুছে নিন। কাচ চকচকে হবে।

পা ঘামা থেকে মুক্তি পেতে
জুতা-মোজা পরলে পা ঘেমে যায়? মোজা পরার আগে কিছুটা কর্ন ফ্লাওয়ার পায়ে হালকা করে লাগিয়ে নিন। পা-ঘামার সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া জুতায় দুর্গন্ধ হলে সামান্য কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে রাখুন। সারারাত রেখে সকালে ঝেড়ে নিন।

পোশাক থেকে দাগ তুলতে
পোশাকে তেলের দাগ লাগলে কিছুটা কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট পর নরম ব্রাশ দিয়ে জায়গাটা ঘষে নিন। দাগ উঠে যাবে। পোশাকে কালি বা শক্তিশালী দাগ লাগলে কিছুটা কর্ন ফ্লাওয়ার পানির সঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন দাগের উপর। অল্প ভেজা থাকা অবস্থায় নরম টুথব্রাশ দিয়ে জায়গাটা ঘষে দিন।

পোকা দূর করতে
সমপরিমাণ কর্ন ফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে পোকা ঢোকার রাস্তায় দিয়ে রাখুন। পোকা আসবে না। ঘরের মেঝেতে, দরজার কোণায় পোকামাকড়ের বাসা থাকলে একইভাবে কর্ন ফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে পানির সঙ্গে গুলে পেস্ট বানিয়ে নিন। পোকার বাসার মুখ এই পেস্ট দিয়ে বন্ধ করে দিন। পোকার উপদ্রব দূর হবে।

গয়না ঝকঝকে করতে
রূপার গয়না কালচে হয়ে গেলে পানিতে সামান্য কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ভালো করে গুলে তার মধ্যে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। কালচেভাব বেশি থাকলে নরম ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন।

রান্নার সমস্যা সমাধানে
তরকারির ঝোল খুব বেশি পাতলা হয়ে গেছে? তরকারি আঁচে বসিয়ে খানিকটা কর্ন ফ্লাওয়ার দিন। ভালো করে নাড়ুন। ঝোল ঘন হবে। আবার স্বাদও বাড়বে। 

রূপচর্চায়
খুব তৈলাক্ত ত্বক হলে ট্যালকম পাউডারের সঙ্গে সামান্য কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি শরীরের অতিরিক্ত তেল শুষে নেবে এবং সহজে ঘাম হবে না।

পোশাকের মাড় হিসেবে
চটজলদি পোশাকে মাড় দেওয়ার জন্য পানির সঙ্গে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে গরম করুন। মিশ্রণ ঘন হয়ে গেলে ব্যবহার করুন মাড় হিসেবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক