X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কর্ন ফ্লাওয়ারের ভিন্ন ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৫

ভাজা খাবার মচমচে করতে বা চাইনিজ খাবার রান্নায় ব্যবহৃত হয় কর্ন ফ্লাওয়ার। তবে শুধু রান্নার কাজেই নয়, ঘরোয়া নানা টুকিটাকি সমস্যার সমাধানেও কর্ন ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন।

জানালার গ্লাস পরিষ্কার করতে
জানালার গ্লাস পরিষ্কার ও চকচকে করতে কর্ন ফ্লাওয়ারকে কাজে লাগাতে পারেন। কর্ন ফ্লাওয়ারের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে কাচে লাগিয়ে একটি কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

কাচে ধুলো জমে ঝাপসা হয়ে গেলে কুসুম গরম পানিতে ২ চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। কাচের উপর এই মিশ্রণ স্প্রে করে খবরের কাগজ দিয়ে মুছে নিন। কাচ চকচকে হবে।

পা ঘামা থেকে মুক্তি পেতে
জুতা-মোজা পরলে পা ঘেমে যায়? মোজা পরার আগে কিছুটা কর্ন ফ্লাওয়ার পায়ে হালকা করে লাগিয়ে নিন। পা-ঘামার সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া জুতায় দুর্গন্ধ হলে সামান্য কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে রাখুন। সারারাত রেখে সকালে ঝেড়ে নিন।

পোশাক থেকে দাগ তুলতে
পোশাকে তেলের দাগ লাগলে কিছুটা কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট পর নরম ব্রাশ দিয়ে জায়গাটা ঘষে নিন। দাগ উঠে যাবে। পোশাকে কালি বা শক্তিশালী দাগ লাগলে কিছুটা কর্ন ফ্লাওয়ার পানির সঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন দাগের উপর। অল্প ভেজা থাকা অবস্থায় নরম টুথব্রাশ দিয়ে জায়গাটা ঘষে দিন।

পোকা দূর করতে
সমপরিমাণ কর্ন ফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে পোকা ঢোকার রাস্তায় দিয়ে রাখুন। পোকা আসবে না। ঘরের মেঝেতে, দরজার কোণায় পোকামাকড়ের বাসা থাকলে একইভাবে কর্ন ফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে পানির সঙ্গে গুলে পেস্ট বানিয়ে নিন। পোকার বাসার মুখ এই পেস্ট দিয়ে বন্ধ করে দিন। পোকার উপদ্রব দূর হবে।

গয়না ঝকঝকে করতে
রূপার গয়না কালচে হয়ে গেলে পানিতে সামান্য কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ভালো করে গুলে তার মধ্যে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। কালচেভাব বেশি থাকলে নরম ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন।

রান্নার সমস্যা সমাধানে
তরকারির ঝোল খুব বেশি পাতলা হয়ে গেছে? তরকারি আঁচে বসিয়ে খানিকটা কর্ন ফ্লাওয়ার দিন। ভালো করে নাড়ুন। ঝোল ঘন হবে। আবার স্বাদও বাড়বে। 

রূপচর্চায়
খুব তৈলাক্ত ত্বক হলে ট্যালকম পাউডারের সঙ্গে সামান্য কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি শরীরের অতিরিক্ত তেল শুষে নেবে এবং সহজে ঘাম হবে না।

পোশাকের মাড় হিসেবে
চটজলদি পোশাকে মাড় দেওয়ার জন্য পানির সঙ্গে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে গরম করুন। মিশ্রণ ঘন হয়ে গেলে ব্যবহার করুন মাড় হিসেবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!