X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, অজ্ঞাত আসামি শতাধিক

বরিশাল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৪

গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কোতোয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহসিনউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে, কারও নাম উল্লেখ না করে মামলা করায় শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলাটি প্রত্যাখ্যান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, মামলায় অজ্ঞাত পরিচয়ের শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত গত মঙ্গলবার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল ও মেমিকে মারধর ও লাঞ্ছিত করে কয়েকজন পরিবহন শ্রমিক। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং শ্রমিক রফিককে গ্রেফতার ১ ঘণ্টার মধ্যে অবরোধ তুলে নেওয়া হয়।

এর জের ধরে ওই রাতেই গভীর রাতে শিক্ষার্থীদের মেসে হামলা চালায়। হামলায় ২০ শিক্ষাথী আহত হয়, এদের মধ্যে ১৩ জনকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে পরেরদিন সকাল ৭টা থেকে টানা ১০ ঘণ্টা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে, যদিও শিক্ষার্থীরা এর দায় নেয়নি। ওই হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসির মাধ্যমে পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে মামলা ও অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে বিকেল ৫টায় অবরোধ তুলে নেওয়া হয়।

এদিকে, মামলাটিতে কারও নাম উল্লেখ করায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ক্ষোভ জানায়। তারা মামলাটিতে রূপাতলী বাস মালিক সমিতির কয়েকজন নেতার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানায়। তা না করা হলে আবারও আন্দোলন করার হুঁশিয়ারি দেয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ