X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিষটোপে খামারির ২৫০ হাঁসের মৃত্যুর অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

মৌলভীবাজারের বড়লেখায় পাখি শিকারিদের দেওয়া বিষটোপ খেয়ে এক খামারির ২৫০টি হাঁসের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের পোয়ালা বিলে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক আলী হোসেন শুক্রবার বিকালে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের ফয়জুর রহমানসহ পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের আলী হোসেন ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি হাঁসের খামার করেন। খামারে তার ৪৫০টি হাঁস আছে। হাওরে তিনি ঘর তৈরি করে হাঁসগুলো পালন করেন। বিবাদীরা প্রায়ই হাকালুকি হাওরে আসা অতিথি পাখি শিকার করে থাকেন। হাঁস খামার মালিক আলী হোসেন বিভিন্ন সময় বিবাদীদের পাখি শিকার করতে নিষেধ করেন। তারা নিষেধ না মানায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে বিবাদীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে বিবাদীরা শুক্রবার সকালে হাকালুকি হাওরের পোয়ালা বিলে আলী হোসেনের খামারের সামনে ধানের সঙ্গে বিষ মিশিয়ে রাখেন। সকালে বিষ মেশানো ধান খেয়ে ঘটনাস্থলেই ২৫০টি হাঁস মারা যায়।

খামার মালিক আলী হোসেন বলেন, ‘আমি গরিব মানুষ। ব্যাংক থেকে ঋণ নিয়ে হাঁসের খামার তৈরি করেছিলাম। কিন্তু পাখি শিকারিরা আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে আমার ২৫০টি হাঁস মারা গেছে। বাকিগুলোর অবস্থাও খারাপ। যেকোনও সময় মারা যেতে পারে। আমি তাদের প্রায় সময় পাখি শিকার করতে নিষেধ করতাম। এতে তারা ক্ষুব্ধ হয়ে এতগুলো হাঁস বিষ দিয়ে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বিষটোপ খেয়ে এক খামার মালিকের ২৫০টি হাঁস মারা গেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বড়লেখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত হাওরে পাখি শিকারের জন্য বিষটোপ দিয়ে থাকে। আবার হাঁসে অনেকের ক্ষেতের জমির ফসল নষ্ট করে ফেলে এ কারণে কিছু লোক আছে বিষ দিয়ে থাকে। আমি শুনেছি, আজ দুপুরে এক খামারির কিছু হাঁস বিষ খেয়ে মারা গেছে।’

তিনি বলেন, ‘বিষ খেয়ে যদি কোনও হাঁস মারা যায় তাহলে পুলিশকে সেটি রাজধানীর মহাখালীর রাসায়নিক কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। সেখানে আমাদের কিছুই করার থাকে না। মূলত বিষয়টি থানা পুলিশের।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ