X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে বিএনপি নেতাদের বৈঠক, যুবদল ও ছাত্রদল নেতার মধ্যে হাতাহাতি

রংপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

রংপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপির নেতাদের রুদ্ধদ্বার বৈঠক  হয়েছে। এসময় বৈঠকে প্রবেশ করা নিয়ে  যুবদল ও ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত হোটেল নর্থ ভিউতে এ ঘটনা ঘটে।

এদিকে দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী বৈঠকে জেলা বিএনপির সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহ সম্পাদকীয় পদের নেতারা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে বাইরে গুঞ্জন ছিল জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। এ কারণে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সমর্থকরা হোটেলের সামনে কয়েক দফা অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশ কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে শুক্রবার রাত ৯টায় তিনি জানান জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং গতিশীল করার জন্য এ সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক। তবে সভা চলাকালে বাইরে কোনও ঘটনার খবর তিনি জানেন না বলে জানান।

 বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ২২ নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির কর্মকাণ্ড নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসন্তোষের কথা জানান কেন্দ্রীয় নেতারা। তবে সভার বিষয়ে কেন্দ্রীয় নেতারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

দলীয় সূত্র আরও জানায়, সভা চলাকালে যুবদল নেতা মনু ও ছাত্রদল নেতা শামসুদ্দোহা হোটেলের লিফটে ওঠা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা