X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অভিনেতার শেষ ইচ্ছা, জানাজা ও দাফন

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৫

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব গেল কয়েকবছরে অসংখ্যবার উঠেছে। আর কারও মৃত্যু নিয়ে এমন নিয়মিত গুজব রটেছে বলে জানা যায়নি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালের খবরটিকেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন অনেকে। বাস্তবতা হলো, একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা এবার একেবারেই চলে গেলেন সব গুজবের ঊর্ধ্বে।

তবে তার আগে এই মৃত্যু গুজব নিয়ে স্পষ্ট ভাষায় এটিএম বলে গেছেন, ‘বেঁচে থাকতেই তোমরা আমাকে যেভাবে মেরে ফেলেছো, অন্তত ২০বার তো হবেই; তাতে আমার ক্ষতি নেই। তবে যেদিন সত্যি সত্যি চলে যাবো সেদিন আর আটকিয়ে রাখতে পারবে না। পারলে সেদিন বেঁচে থাকার গুজবটা ছড়িয়ে দিও।’

না, কেউ এই গুজবটা আর ছড়াতে পারেনি। তবে মৃত্যুর পরেও যেন গুজবের ডালপালা না গজায়- সেই লক্ষ্যে পরিবারের সদস্যদের কাছে কিছু স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন এই কিংবদন্তি। মৃত্যুর পর জানাজা, শ্রদ্ধাজ্ঞাপন ও দাফন- এসব বিষয়ে নিজের মতামত জানিয়ে গেছেন এটিএম।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে জানান তার জামাতা ইমতিয়াজ আহমেদ রাশেদ।

তিনি বলেন, ‘বাবা নারিন্দার পীর সাহেবের মুরিদ ছিলেন। তাই তার শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসল ও জানাজার প্রক্রিয়া সম্পন্ন করবেন। বাবা বলেছেন- তার মৃত্যুর পর গোসল, জানাজা ও দাফন নারিন্দার পীর সাহেবের হাতে যেন হয়।’

সেই সূত্রে এটিএম শামসুজ্জামানকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় শহীদ মিনার বা বিএফডিসিতে আনা হচ্ছে না।

প্রথম জানাজা, পীর সাহেবের বাড়িতে এটিএম কন্যা কোয়েল আহমেদ বলেন, ‘বাবাকে এফডিসি বা শহীদ মিনারে নেবো না। বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পর নারিন্দায় পীর সাহেবের বাড়িতে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর সূত্রাপুর মসজিদে। এরপর জুরাইন গোরস্থানে আমার বড় ভাই কামরুজ্জামান কবি’র কবরের পাশে বাবাকে সমাহিত করা হবে। বাবার ইচ্ছেটাও এমনই ছিলো।’

২০১২ সালে এটিএম শামসুজ্জামানের ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলের হাতে খুন হন বড় ছেলে কামরুজ্জামান কবি।

এটিএম শামসুজ্জামান শনিবার আনুমানিক সকাল ৯টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!