X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হল খোলার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে শাবি শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬

দ্বিতীয় ধাপে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর আগে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপাচার্যের বাসভবনে প্রবেশ ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সামনে ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে উপাচার্যর বাসভবনের সামনে এসে আবারও অবস্থান কর্মসূচিতে যোগ দেয়।

অবস্থানকালে ‘দাবি মোদের একটাই; সব হল খোলা চাই’,‘হল বন্ধ রেখে পরীক্ষা কেন প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষার্থীর নিরাপত্তা কই? জবাব চাই’, ‘ছাত্রী মেসে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘ছাত্রী মেসে চুরি কেনো?’ ইত্যাদি লেখা সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন বহন করে শিক্ষার্থীরা।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আবাসিক হল না খুলে পরীক্ষা নেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। নতুন করে ১ম, ২য় ও ৩য় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শুরু করতে প্রত্যেক বিভাগে বলা হয়েছে। অথচ কোথায়, কিভাবে থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তার কোনও সমাধান দেওয়া হয়নি।

শিক্ষার্থীরা আরও বলেন, ইতোমধ্যে যেসব শিক্ষার্থীর পরীক্ষা শুরু হয়েছে তারা অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকাতে থেকে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে যদি আবার আবাসিক হল খোলা ছাড়াই ২য় ধাপে পরবর্তী ব্যাচগুলোর পরীক্ষা শুরু হয় তাহলে তারা কোথায় থেকে পরীক্ষা দেবে?

‘মেয়ে শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তাহীনতার মধ্যে থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে’ উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, মেয়েদের আবাসিক মেসে তালা ভেঙে যুবক প্রবেশ করছে, মেসে মেসে চুরি হচ্ছে। রাস্তা-ঘাটে হয়রানির শিকার হচ্ছে। সব মিলিয়ে এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবে তার কোনও সমাধান চেয়ে তাদের অবস্থান কর্মসূচি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা এখনও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন। তবে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল ঘটনাস্থনে উপস্থিত হয়ে উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন। ভারপ্রাপ্ত প্রক্টর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বলে জানা গেছে।

জানতে চাইলে রাত ৮টায় ছাত্র উপদেশ নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের সভায় আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপে ১ম, ২য় ও ৩য় সেমিস্টারের পরীক্ষা শুরু করে এপ্রিল মাসের ২৪ তারিখের মধ্যে সব পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেয়। যেখানে আবাসিক হল খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। এর পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। এছাড়া ১ম ধাপেও আবাসিক হল খোলা ছাড়াই পরীক্ষায় অংশ নেয় অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীরা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী