X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
বরিশাল বিশ্ববিদ্যালয়

হামলাকারীদের গ্রেফতারসহ ৩ দাবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

বরিশাল প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ববি’র প্রধান গেট এলাকা থেকে এই মিছিল শুরু হয়।

মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এরপর একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী রক্তিম হাসান অমিত জানান, হামলায় নেতৃত্ব দেওয়া মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবি আদায়ে মৌন মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে নানা কর্মসূচি পালনের মাধ্যমে হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তবে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে সোমবার থেকে ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন।

রক্তিম আরও জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি স্থাগিত করা হয়। সেজন্য শিক্ষার্থীরা রবিবার ওই কর্মসূচি থেকে বিরত রয়েছে। সন্ধ্যায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে অভিযুক্ত শ্রমিককে আটক করলে অবরোধ তুলে নেওয়া হয়। এর জের ধরে গভীর রাতে রূপাতলী হাউজিংয়ের ভেতর মেসে হামলা চালালে ২০ শিক্ষার্থী আহত হন। ওই রাত থেকে ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত একটানা ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়।

এর পর তিন শর্ত বাস্তবায়নে আল্টিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা। ওই সময়ের মধ্যে বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মামলায় নামধারী আসামি না করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে আল্টিমেটামের সময়সীমা শুক্রবার বিকালে শেষ হওয়ার পর আবারও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আড়াই ঘণ্টা অবরোধ শেষে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ শুরু হয়। ভাষা ‍দিবস ‍উপলক্ষে বিকাল সাড়ে ৫টায় ‍অবরোধ স্থগিত করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা
কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’