X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে সন্ত্রাসী হামলায় আহত ফোরকানের হাসপাতালে মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

বগুড়ার শাজাহানপুরের ফুলতলা এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত ফোরকান আলী (৩২) মারা গেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ফোরকান আলী শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজার এলাকার মৃত মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা, একটি চাঁদাবাজীসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি ওই এলাকায় নিহত সন্ত্রাসী শাহীন বাহিনীর অন্যতম সদস্য। সরাসরি রাজনীতি না করলেও ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের মিছিল ও সভায় তাকে দেখা যায়। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ফুলতলা বাজার এলাকায় ফোরকানের সঙ্গে পূর্বশত্রুতা ও বালু ব্যবসা নিয়ে তার নিহত সন্ত্রাসী রঞ্জু প্রামাণিকের ছেলে সুমন প্রামাণিক ও আত্মীয় মানিকের বাকবিতণ্ডা হয়। তখন ফোরকান ক্ষিপ্ত হয়ে মানিককে মারধর করেন। পরে সুমন, মানিক ও তার লোকজন ফুলতলা বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে ফোরকানের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

ফোরকানের মা শাহানা বেওয়া জানান, তার ছেলে দুপুরে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়। প্রতিপক্ষ মজনুর লোকজন তাকে রাস্তা থেকে ধরে নিয়ে কুপিয়ে জখম করেছে। তিনি তার ছেলের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে ফোরকান খুন হওয়ার পর শাহীন গ্রুপের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেছেন। তারা প্রতিশোধ নিতে যেকোনও সময় হত্যাকারীদের বাড়িঘরে হামলা বা খুনের বদলে খুন করতে পারেন। পুলিশ মোতায়েন থাকলেও এলাকার পরিস্থিতি থমথমে।

 ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ফোরকানকে কুপিয়েছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে মামলাও হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষ্ণচূড়ার লালে সেজেছে নগরী (ফটো স্টোরি)
কৃষ্ণচূড়ার লালে সেজেছে নগরী (ফটো স্টোরি)
চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা
চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা
সরকারের সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না: প্রধানমন্ত্রী
সরকারের সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না: প্রধানমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি