X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ধানক্ষেতে ‘রহস্যজনক’ পায়ের ছাপ: অবশেষে সেই প্রাণী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া নাগর নদীর তীর এলাকায় বিরল প্রজাতির একটি নীলগাই আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা নীলগাইটি দেখতে পান। তারা সেটিকে আটক করে নাক ও গলায় দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে বিজিবি গিয়ে সেটি উদ্ধার করে।

পাড়িয়া শালডাঙ্গা এলাকার শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘এ এলাকার ধানক্ষেতে কয়েকদিন ধরেই একটা রহস্যজনক প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। এতে ধারণা করা যায়, কয়েকদিন ধরে এই নীলগাইটি আশপাশের জঙ্গলে অবস্থান করছিল। সীমান্তের নাগর নদী পার হয়ে এটি ভারত থেকে আসতে পারে বলে ধারণা করছি।’

প্রত্যক্ষদর্শী তুষার চৌধুরী ও আব্দুল মজিদ  বলেন, মঙ্গলবার বিকালে দ্রুতগতিতে নীলগাইটিকে আসতে দেখেন তারা। পরে কয়েকজন মিলে এটিকে ধরে পা বেঁধে রাখেন। খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘বিলুপ্তপ্রায় নীলগাইটি বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া শালডাঙ্গা এলাকায় উদ্ধারের কথা শুনেছি। এখন এটি স্থানীয় বিজিবির কাছে রয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নীলগাইটির যেন কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। দিনাজপুর উদ্যানে নীলগাইটি নিয়ে যাওয়া হবে।’

এর আগেও একটি নীলগাই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে দিনাজপুর উদ্যানে রাখা হয়।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা