X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিন ভোট পড়েছে ৩৯৮৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ কার্যকরী পরিষদের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়ছে। এ দিন মোট ৩ হাজার ৯৮৮ জন আইনজীবী তাদের ভোট প্রদান করেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। মাঝে একঘণ্টা বিরতি দিয়ে ভোট চলে বিকাল ৫টা পর্যন্ত। একইভাবে বৃহস্পতিবারও (২৫ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলবে।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরেও ক্রীড়া সম্পাদক  ও সমাজকল্যাণ সম্পাদক পদে দুই জন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদেরসহ মোট প্রার্থী ৪৮ জন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৭ হাজার ৭৫৬ জন আইনজীবী ভোটার।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে   আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে ফিরোজুর রহমান মন্টু এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে মোসলেহ উদ্দিন জসিম এবং সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা

সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি  শ্রী প্রাণ নাথ, কোষাধ্যক্ষ  একেএম আরিফুল ইসলাম কাওসার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ কে এম সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক  এস এম মনিরুজ্জামান তারেক, লাইব্রেরি সম্পাদক  শারমিন সুলতানা হ্যাপি, সাংস্কৃতিক সম্পাদক  শায়লা পারভিন পিয়া, দফতর সম্পাদক  জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক  রফিকুল ইসলাম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এস এম ইমরুল কায়েস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা হলেন— জাকির হোসেন, বাহারুল ইসলাম বাহার, এ বি এম ফয়সাল, সারোয়ার, মহিন উদ্দিন মহিন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, জুয়েল চন্দ্র মোদক, গোলাম ইমাম হোসেন, আহসান হাবিব, সুলতানা রাজিয়া রুমা, সাজিয়া সুলতানা পম্পি ও সুলতা রোজারিও।

বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা

সিনিয়র সহ-সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সহ-সভাপতি আনিসুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ  আব্দুর রশিদ মোল্লা, লাইব্রেরি সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাবিবা কাদের মিলি, দফতর সম্পাদক নারগিস পারভিন এলিজা, ক্রীড়া সম্পাদক  নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা হলেন— এম আর কে রাসেল, হোসনী মোবারক, সোহাগ হাসান রনি, তাসলিমা আক্তার, ইয়াকুব আলী, রিয়াজুল ইসলাম, রাশেদ তপন, আনোয়ার পারভেজ শামীম ও দেওয়ান ইমদাদুল আলম ইমন।

দুই প্যানেলের বাইরে ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানাও রয়েছেন প্রার্থী তালিকায়।

উল্লেখ্য,সর্বশেষ ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবীরা জয়ী হ‌ন। তবে নির্বাচনে ২৩‌টি পদের মধ্যে ৮টি সম্পাদকীয় পদসহ ১৩ পদে জয়ী হন  আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেল প্রার্থীরা।

 

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!