X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে লড়ছেন ৪৮ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৯

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ কার্যকরী পরিষদের দুই দিনব্যাপী নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরেও ক্রীড়া সম্পাদক পদ ও সমাজকল্যাণ সম্পাদক পদে দুই জন প্রার্থী নির্বাচন করছেন। যা নিয়ে মোট প্রার্থী ৪৮ জন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৭ হাজার ৭৫৬ জন আইনজীবী ভোটার।

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) একই ভাবে প্রথম দিনে ভোটগ্রহণ হয়েছে। প্রথম দিনে মোট তিন হাজার ৯৮৮টি ভোট কাস্ট হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে ফিরোজুর রহমান মন্টু। বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে মোসলেহ উদ্দিন জসিম এবং সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা
সিনিয়র সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে প্রাণনাথ, কোষাধ্যক্ষ পদে একেএম আরিফুল ইসলাম কাওসার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপি, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া, দফতর সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম ইমরুল কায়েস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা
জাকির হোসেন, বাহারুল ইসলাম বাহার, এ বি এম ফয়সাল, সারোয়ার, মহিন উদ্দিন মহিন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, জুয়েল চন্দ্র মোদক, গোলাম ইমাম হোসেন, আহসান হাবিব, সুলতানা রাজিয়া রুমা, সাজিয়া সুলতানা পম্পি ও সুলতা রোজারিও।

নীল প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা
সিনিয়র সহ-সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে আনিসুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, লাইব্রেরি সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, দফতর সম্পাদক নারগিস পারভিন এলিজা, ক্রীড়া সম্পাদক পদে নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা
এম আর কে রাসেল, হোসনী মোবারক, সোহাগ হাসান রনি, তাসলিমা আক্তার, ইয়াকুব আলী, রিয়াজুল ইসলাম, রাশেদ তপন, আনোয়ার পারভেজ শামীম ও দেওয়ান ইমদাদুল আলম ইমন।

দুই প্যানেলের বাইরে ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবীরা জয়ী হ‌ন। তবে নির্বাচনে ২৩‌টি পদের মধ্যে ৮টি সম্পাদকীয় পদসহ ১৩ পদে জয়ী হন আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থীরা।

 

/এমএইচজে/টিটি/
সম্পর্কিত
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বশেষ খবর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!