X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাম-আব্বাস ‘অশুভ জোট’ নিয়ে ক্ষুব্ধ সিপিএমের সাবেক নেতারা

কলকাতা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৮

পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সভাপতি তথা সিপিএম নেতা বিমান বসু সাফ বলেছেন, তারা ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে জোট বাঁধতে চান। শুধু তাই নয়,  এই জোটের সমঝোতা হিসেবে বামফ্রন্ট তাদের ৩০ টি বিধানসভা আসন ছাড়তেও চলেছে। সিপিএমের এই সিদ্ধান্তকে ‘অশুভ জোট’ আখ্যা দিয়ে বাংলায় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুললেন দলটির সাবেক নেতারা।

বাম-আব্বাস ‘অশুভ জোট’ নিয়ে ক্ষুব্ধ সিপিএমের সাবেক নেতারা

মুসলিম ভোট ব্যাংকের জন্যই এই সিদ্ধান্ত, এমন অভিযোগ করলেন একদা সিপিএমের দক্ষিণ ২৪ পরগণার জেলা সভাপতি বর্তমানে পিডিএস দলের নেতা সমীর পুততু। তিনি বলেন, ‘যাদের নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস এতদিন তৃণমূলের বিরুদ্ধে যৌথ আন্দোলন করলো, সেই ১৬ বামদলের সঙ্গে আসনরফা হলো না! অথচ, মুসলিম ভোটের জন্য আব্বাসের দলের সিপিএম সঙ্গে আসন রফা চূড়ান্ত করছে। আসলে আমরা তো হিন্দু বা মুসলিম ভোট আনতে পারব না। এটি কোনও রাজনৈতিক সমঝোতা নয়। মুসলিম ভোট পাওয়ার সমঝোতা। এতে সুবিধা বিজেপিরই হবে।’

সমীরবাবু আরও বলেন, ‘১৯৬৭ সালে বাংলায় মুসলিম লিগ ছিল। তারপর আর তারা নেই কেন? তার মানে ধীরে ধীরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বদল হয়েছে। সাম্প্রদায়িকতা ছেড়ে মানুষ বামেদের দিকে গিয়েছেন। মুসলিম লিগ বাংলার রাজনীতিতে অপ্রাসাঙ্গিক হয়ে গিয়েছে। তা হলে নতুন করে গজিয়ে ওঠা একটা দল তার কি প্রাসঙ্গিকতা আছে? ওদের দাবিগুলোর সঙ্গে বামপন্থী মানসিকতা মিলছে না। আব্বাসরা জানেন তাদের দলের অসাম্প্রদায়িক নাম না হলে বামেদের পাওয়া যাবে না। তাই তারা দলের ওইরকম নাম দিয়েছেন। কিন্তু এটি মনে রাখতে হবে তারা মীমের সঙ্গে বৈঠক করছে। ওয়েয়াসি আব্বাসের বাড়িতে গিয়েছে। এসব নিয়ে কিন্তু আমরা সোচ্চার হয়েছি।’

সিপিএমের কলকাতার সাবেক হেভিওয়েট নেতা বাদশা আলমের মতে, ‘মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি সিপিএম সবসময় করেছে। এবার সেটা প্রকাশ্যে এসে গিয়েছে। আব্বাস সিদ্দিকিরা সাম্প্রদায়িক। এরা সবসময় নিজস্ব গণ্ডির মধ্যেই থাকে। সিপিএম জনগণকে কি বোকা ভাবে? মুসলিম ভোট কীভাবে পাওয়া যায় তা নিয়ে সিপিএম সবসময় ফন্দি-ফিকির করে। নানা সাম্প্রদায়িক নিরাপত্তার কথা বলে মুসলমানদের আকৃষ্ট করার চেষ্টা করে। এজন্য গোটা দলটাই আজ বিপন্ন। শুধু বিপন্ন নয়, নিশ্চিহ্ন হওয়ার পথে। এই সমর্থন চাওয়ার মানে হচ্ছে অন্য সম্প্রদায়ের সুনজর থেকে বঞ্চিত হওয়া।’

বাদশা আরও বলেন, ‘ভারতে ৮০ ভাগ মানুষ অমুসলিম। মুসলমানদের সাইকোলজি আমি জন্মের পর থেকে দেখে আসছি। তারা সবসময় সংখ্যাগরিষ্ট সম্প্রদায়ের পক্ষে থাকেন। তাই বাংলায় সিপিএম বা তৃণমূল আমলে তারা শাসকদলের পক্ষে ছিলেন। আর এবার তারা বিজেপির পক্ষে থাকবেন।’

বাম-আব্বাস ‘অশুভ জোট’ নিয়ে ক্ষুব্ধ সিপিএমের সাবেক নেতারা

সদ্য সিপিএম ত্যাগী যাদবপুরের ১০২ নম্বর ওর্য়াডের বিদায়ি কাউন্সিলর রিঙ্কু নস্কর বলেন, ‘আসলে এই জোটের নামে সিপিএম সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এর ফলে এটি পরিষ্কারভাবে বোঝা গেলো যে, বাংলায় ধর্মীয় মেরুকরণে জন্য তারা যে বিজেপির ঘাড়ে দোষ চাপায় সেটি তারাও করছে- ধর্মনিরপেক্ষতার ভাওতা দিয়ে মেরুকরণের রাজনীতি করা। ক্ষমতায় আসার জন্য সিপিএম যেকোনও পথ অবলম্বন করতে পারে। তারা যে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়কে যে প্রাধান্য দেয় তা আবারও প্রমাণ হলো।’

সিপিএমের সাবেক যুবনেতা বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত গোবিন্দ দাস বলেন, ‘সিপিএম কোনও দিনই ধর্মনিরপেক্ষ ছিল না। কেরলে তারা মুসলিম লিগের সঙ্গে জোট করে লড়েছে। এবার বাংলায়ও করছে। আজ যে বাংলায় তোষণের রাজনীতি চলছে তার জন্ম দিয়েছে সিপিএম। মাদ্রসা শিক্ষা চালু রাখা, যা এখন তৃণমূল আমলে এসে ভয়াবহ আকার ধারণ করছে। এতে বাংলার মুসলিম সমাজেরও ক্ষতি হয়েছে। তাদের প্রকৃত শিক্ষা, চাকরি বা উন্নয়ন কোনোটাই হয়নি। তারা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছেন। রাষ্ট্রের মঙ্গল চিন্তা থেকে মুসলিমদের দূরে সরিয়ে রাখার কাজটাই করেছে সিপিএম-তৃণমূল।’

 

/এএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা