X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইরিশদের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতলো সাইফরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৮

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ১৫১ রানে থামিয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম। সেই তানভীর দ্বিতীয় ইনিংসে হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। বাঁহাতি এই স্পিনার তুলে নিলেন ৮ উইকেট। সবমলিয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তার উজ্জ্বল পারফরম্যান্সে চার দিনের ম্যাচটি এক ইনিংস ও ২৩ রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল।

রবিবার ইনিংস ব্যবধানে জিততে বাংলাদেশের ১২৭ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিতে হতো! সেই পরিকল্পনাতে সফল ছিল সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। ২৩ রান আগেই তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সফরকারী দলকে অলআউট করে দেয় স্বাগতিকরা।

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আয়ারল্যান্ড উলভস খ্যাত দলটি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়ে যায় আইরিশরা। আগের দিন শেষ বিকালে তানভীরের ঘূর্ণির সামনে ভেঙে পড়ে টপ অর্ডার। রবিবার সকালে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন তানভীর। একে একে সাজঘরে ফেরান আইরিশদের ৮ ব্যাটসম্যানকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক হ্যারি টেক্টর। ১৩৭ বলে৭ চারের সাহায্যে ৫৫ রানের ইনিংস আসে এই আইরিশ ব্যাটসম্যানদের কাছ থেকে। তাতেও পরাজয় রোখা যায়নি তানভীরের কারণে।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আইরিশদের গুঁড়িয়ে দেওয়া বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ২৮.৩ ওভারে ৫১ রান খরচায় নিয়েছেন ৮ উইকেট। বাকি দুই উইকেটের একটি এবাদত হোসেন ও সাইফ হাসান ভাগাভাগি করে নেন।

এর আগে ইয়াসির আলীর চমৎকার ব্যাটিংয়ে বড় লিড পায় বাংলাদেশ ইমার্জিং দল। যদিও আক্ষেপে পুড়ছেন ইয়াসির, সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আাউট হয়ে গেছেন। ৯২ রানের ইনিংসটি তিনি সাজান ৮ চার ও ৫ ছক্কায়। তার ব্যাটে ভর দিয়ে ৯০.৪ ওভারে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩১৩ রান করে সাইফরা।প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ‘এ’ দল গুটিয়ে যায় মাত্র ১৫১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ‘এ’ দল: ৬৭ ওভারে প্রথম ইনিংসে ১৫১/১০ (ক্যাম্ফার ৩৯, টাকার ২০, ম্যাককলাম ১৯; তানভীর ৫/৫৩, সাইফ ২/১৭) ও দ্বিতীয় ইনিংসে ৭৪.৩ ওভারে ১৩৯/১০ (টাক্টর ৫৫, ক্যাম্ফার ২২, দোহানি ২০; তানভীর ৮/৫১)।

বাংলাদেশ ইমার্জিং দল: প্রথম ইনিংসে ৯০.৪ ওভারে ৩১৩ (ইয়াসির ৯২, তানজিদ ৪১, সাইফ ৪৯, জয় ৪২; অ্যাডাইর ৩/২২, হিউম ৩/৫৬)।

ফল: বাংলাদেশ ইনিংস ও ২৩ রানে জয়ী।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা