মাদারীপুর পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর ফল ঘোষণায় বিভ্রান্তি ও মিথ্যা ফল ঘোষণা করা হয়েছে অভিযোগ তুলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফল ঘোষণার পর পরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন ৫নং ওয়ার্ডের প্রার্থী ইব্রাহিম কালু ও তার সমর্থকরা। এ সময় তারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবরুদ্ধ করে রাখে। এছাড়াও আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ প্রার্থীর সমর্থকরা। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সরকারি একাধিক গাড়িও ভাঙচুর করা হয়।
এর পরপরই মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর সড়কে ইট ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে ইব্রাহিম কালুর সমর্থকরা।
ইব্রাহিম কালু অভিযোগ করে বলেন, প্রথমে তার প্রাপ্ত ভোট বেশি ঘোষণা দিয়ে ফল ঘোষণা করা হয়। কিন্তু এরপর আবার তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট তার চেয়ে বেশি উল্লেখ করে ফল ঘোষণা করে। তিনি এই ফল প্রত্যাখ্যান করে তার হিসেবে প্রকৃত ফলাফল ঘোষণার দাবি জানান।
এদিয়ে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ইভিএম-এ ভোট কম বেশি হওয়ার সুযোগ নেই। নির্বাচনে ৫নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী রেজাউল করিম ১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকে ইব্রাহিম কালু পেয়েছেন ১ হাজার ৮২৮ ভোট।