X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফুলছড়িতে লাল মিয়া হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১৭:১৯আপডেট : ০১ মার্চ ২০২১, ১৭:১৯

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য লাল মিয়া সরকারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে এলাকাবাসী। সোমবার (১ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলাবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ফুলছড়ি পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নিহতের স্বজন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদ গেটর সামনের রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়লে চরম দুর্ভাগে পড়েন যাত্রীরা।

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন– ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার ও নিহতের ছেলে মুরশিদ আলী।

সমাবেশে বক্তারা বলেন, দিনের আলোয় লাল মিয়াকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় প্রতিপক্ষ এনায়েত হোসেনকে প্রধান আসামি করে ফুলছড়ি থানায় একটি মামলা করেন নিহতের ছেলে মুরশিদ আলী। অথচ মামলার ২০ দিন অতিবাহিত হলেও একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের নীরব ভূমিকায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ বক্তাদের। শুধু তাই নয়, হত্যাকারীদের বিভিন্ন হুমকিতে বর্তমানে নিহতের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আগামী এক সপ্তাহের মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতাসহ আসামিদের গ্রেফতার দাবি জানান তারা। অন্যথায় আগামী ৮ মার্চ ফুলছড়ি উপজেলা শহরে অর্ধদিবস হরতাল পালনের ঘোষণাও দেন বক্তারা।

উল্লেখ্য, অভিযোগ পাওয়া যায়, গত ৯ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে উপজেলা শহরে যাওয়ার পথে উড়িয়ার সাদেকখাঁ বাজার এলাকায় প্রতিপক্ষ এনায়েত হোসেন ও তার লোকজন লাল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা লাল মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় লাল মিয়াকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, তিন বারের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার মৃত্যুর খবরে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। লাল মিয়ার লাশ বাড়িতে পৌঁছার পর সেটি কাঁধে নিয়ে স্বজন ও স্থানীয় এলাকার নারী-পুরুষরা বিক্ষোভ মিছিল করেন। এছাড়া হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এলাকাবাসী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা