X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পাম্প নষ্ট হয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ

হিলি প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২৩:২৭আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:২৭

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় গত ৩ দিন ধরে মহিলা ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে পানি না থাকাই হাসপাতালে চিকিৎসাধীন মহিলা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

গত শনিবার থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে, সোমবার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে পাম্প ঠিক করায় পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সোমবার দুপুরে সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে থাকা মহিলা রোগীরা নিচের টিউবয়েল থেকে পানি নিয়ে যাচ্ছেন।

হাসপাতালের মহিলা বিভাগে চিকিৎসা নেওয়া মল্লিকা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একেতো অসুখের কারণে হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে, তার ওপর এখানে এসে আরও অসুস্থ হয়ে যাচ্ছি। ভেতরে পানি না থাকায় এই অসুস্থ শরীর নিয়ে দোতালা থেকে নিচে নেমে পানি নিয়ে যেতে হচ্ছে। এতো কষ্ট আর সহ্য করতে পারছি না। হাসপাতালে থাকবো না, বাড়ি চলে যাবো।’

আকলিমা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, গত শনিবার সকাল থেকে আমাদের ওয়ার্ডে পানি নেই। এতে করে পানি ছাড়া এই কয়দিন খুব কষ্ট করছি। আমরা অসুস্থ মানুষ, এই অবস্থায় বাথরুম সারার ও খাবারের পানি নেওয়ার জন্য বারবার নিচে নামতে হচ্ছে। এমনকি অন্য ওয়ার্ডের বাথরুমে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এতে করে আমাদের খুব সমস্যা হচ্ছে, কিন্তু এতো করে বলেও কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। অচিরেই পানি সরবরাহের দাবি জানাচ্ছি। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.গাদ্দাফি শিকদার জানান, হাসপাতালের একটিমাত্র পাম্প রয়েছে যেটি দিয়ে হাসপাতালসহ ভেতরের কোয়ার্টারগুলোতে পানি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহে সমস্যা হয়েছে। তবে বেলা ৩টার পরে সেই পাম্পটি মেরামত করা হয়েছে। এতে করে পানি নিয়ে যে সমস্যা ছিল আপাতত সেটি সমাধান হয়ে গেছে।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী