X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার পাশে শিবসেনা

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ২২:৩২আপডেট : ০৪ মার্চ ২০২১, ২৩:৪৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনা। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না তারা। নিজস্ব প্রার্থী দেওয়ার বদলে মমতাকে সমর্থন দেবে তারা। বৃহস্পতিবার শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রউত বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ। ৮ দফার ভোট শেষ হওয়ার কথা রয়েছে আগামী ২৯ এপ্রিল। ফল প্রকাশ ২ মে। নির্বাচনে শিবসেনার প্রার্থী দেওয়ার গুঞ্জন দীর্ঘদিনের। তবে শেষ পর্যন্ত মতবদল করল তারা।

টুইটারে দেওয়া পোস্টে সঞ্জয় রউত জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে শিবসেনার প্রার্থী দেওয়া নিয়ে জল্পনা চলছে। দলের সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে দিদি বনাম বাকিদের লড়াই চলছে। মমতার বিরুদ্ধে অর্থ, পেশীশক্তি ও মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গে প্রার্থী দেওয়া হবে না। বরং মমতার দিদির পাশে দাঁড়ানোই শ্রেয়। তার সাফল্য কামনা করি। কারণ, আমরা বিশ্বাস করি, তিনিই বাংলার আসল বাঘিনী।’

বিজেপির দীর্ঘদিনের শরিক ছিল শিবসেনা। তবে ২০১৯ সালে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিবাদের জেরে বিচ্ছেদ হয় তাদের। তারপর থেকে একাধিক বার প্রাক্তন শরিক বিজেপিকে নিশানা করেছে শিবসেনা। শত্রুর শত্রুর বন্ধু- এই নীতিতে এবার তারা বাংলায় তৃণমূলকে সমর্থন দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রীর দফতর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ওই বৈঠকের পর তিনি জানিয়েছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তার দল। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও ‘দিদি’কেই সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: জি নিউজ।

/এএ/এমপি/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে