X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপের তাগিদ জাতিসংঘ দূতের

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ০৮:৫০আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৮:২১
image

আরও এক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী নিহত হওয়ার পর মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার। রাশিয়া ও চীনের বিরোধিতায় মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা জানাতে ব্যর্থ হলেও নিরাপত্তা পরিষদকে দেশটির নাগরিকদের ‘মরিয়া আর্জি’ শোনার তাগিদ দিয়েছেন তিনি। দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

গত বুধবার এক দিনে ৩৮ বিক্ষোভকারী নিহত হওয়ার পর শুক্রবারেও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী ঘাড়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া মাগওয়ে অঞ্চলে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির এক কর্মকর্তা ও তার ভাইপোকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করা হয়েছে।

মিয়ানমারে এসব প্রাণঘাতী ঘটনা প্রবাহের পর দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার সেনা শাসকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছন। বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের অবসান এবং গণতন্ত্র ফিরিয়ে আনারও তাগিদ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর মিয়ানমারে জারি করা জরুরি অবস্থার নিন্দা জানাতে সক্ষম হয়েছে নিরাপত্তা পরিষদ। তবে চীন ও রাশিয়ার বিরোধিতায় সরাসরি অভ্যুত্থানের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে পরিষদ।

তারপরও ক্রিস্টিন শার্নার বার্গেনার নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে প্রশ্ন রেখেছেন, ‘মিয়ানমারের সেনাবাহিনীকে আমরা ছাড় দিয়ে আর কত দূর যেতে দেবো?’ তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি মানবিক সংকটের দিকে আগাচ্ছে। তিনি মিয়ানমারের জনগণের পাশে জোরালোভাবে দাঁড়াতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা