X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মিয়ানমারের সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজি চীন

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৭:৪৭আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৭:৪৭

প্রতিবেশী মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে দেশটির সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজি চীন। রবিবার চীন সরকারের শীর্ষ কূটনীতিক স্টেট কাউন্সিলর ওয়াং ইয়ি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বেইজিং কোনও পক্ষ নিচ্ছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট পরিস্থিতিকে ‘চীন যেমনটি চেয়েছিল তেমন নয়’ বলে উল্লেখ করেছে চীন। অভ্যুত্থানের চীনের সংশ্লিষ্টতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব বলে আখ্যায়িত করেছে বেইজিং।

এক সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, উত্তেজনা নিরসনে মিয়ানমারের সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনায় বসতে প্রস্তুত চীন। এর মূলভিত্তি হবে মিয়ানমারের সার্বভৌমত্ব ও জনগণের ইচ্ছা। চীন গঠনমূলক ভূমিকা রাখতে চায়।

পশ্চিমা দেশগুলো মিয়ানমারে সামরিক শাসনের তীব্র নিন্দা জানালেও চীনের প্রতিক্রিয়া ছিল সতর্ক। দেশটির মিয়ানমারের স্থিতিশীলতার গুরুত্বে জোর দিয়েছে।

চীনা কূটনীতিক আরও বলেন, মিয়ানমারের সব দল ও গোষ্ঠীর সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, মিয়ানমারের পরিস্থিতির যতই বদল হোক না কেন চীন-মিয়ানমার সম্পর্কের অবনতি হবে না। এই সম্পর্কে চীনের সহযোগিতা পরিবর্তন হবে না।

উল্লেখ্য, মিয়ানমারের সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের পাশাপাশি অং সান সু চিসহ শীর্ষ রাজনৈতিক নেতাকর্মীকে আটকও করে। সেনা শাসনের বিরুদ্ধে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির বিভিন্ন শহরে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই বিক্ষোভ, ধর্মঘটসহ নানান কর্মসূচি পালিত হচ্ছে। টিয়ার গ্যাস, রাবার বুলেটের পাশাপাশি গুলি করে বিক্ষোভ দমনের চেষ্টা চলছে। জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর গত ৩ মার্চ (বুধবার) একদিনেই হত্যার শিকার হয় ৩৮ বিক্ষোভকারী। জাতিসংঘ দূত শানারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫০ জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি