X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্সের নিবন্ধন না দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৭:২২আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৭:২২

জনস্বাস্থ্য সুরক্ষা ও নার্সিং পেশার মান রক্ষায় কোনোভাবেই কারিগরি বোর্ডের অধীনে থাকা পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছেন তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই  দাবি জানানো হয়। যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এবং বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশন।

তাদের অন্যান্য দাবি হচ্ছে— পরিবার কল্যাণ পরিদর্শকদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না।  গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন— জাতীয় ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোসিয়াল মেডিসিনসহ (নিপসম) বিভিন্ন প্রতিষ্ঠানে নার্স-চিকিৎসক একই কারিকুলাম ও সিলেবাসে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করলেও নার্সরা যেমন চিকিৎসকদের সনদ বা লাইসেন্স দাবি করতে পারেন না, ঠিক তেমনি এসএসসি পাস ভিন্ন প্রতিষ্ঠানের, ভিন্ন কারিকুলামের ও ভিন্ন কোর্সের পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের সমমানের নিবন্ধন দাবি সম্পূর্ণ অযৌক্তিক, বেমানান ও বেআইনি। এমন কোনও কিছু ঘটলে নার্সিং সেক্টর চলমান উন্নয়নের জন্য হুমকিতে পড়বে। যা নার্স সমাজ কোনো দিন মেনে নেবে না।

তারা বলেন, তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরাও দেশের নাগরিক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনৈতিক ও হটকারী সিদ্ধান্তের কারণে তাদের জীবনও আজ বিপন্ন। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশের কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে অনুরূপ পদ রয়েছে যেমন— পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট, পেশেন্ট কেয়ার অ্যাটেন্টেন্ড ইত্যাদি। আমরা তাদের শিক্ষাগত যোগ্যতা, কারিকুলাম ও সিলেবাস বিবেচনা করে তাদের কোর্সের নাম ও সনদের নামানুসারে গ্রহণযোগ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে পেশাগত লাইসেন্স/ নিবন্ধন দেওয়াসহ মাঠপর্যায়ে পেশাগত কাজের সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি লিজা আক্তার, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি শারমীন আক্তার এবং বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি তাওহীদ সৌরভ প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা