X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

তরঙ্গ নিলাম পরিণত হলো ‘লড়াইয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২১:১৪আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:০৭

টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি আয়োজিত তরঙ্গ (স্পেক্ট্রাম) নিলাম। এই নিলাম আয়োজন সোমবার (৮ মার্চ) দুপুরের মধ্যে শেষ হয়ে বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাপ্তি টানার কথা ছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নিলাম শেষ হয় রাত ৮টা ৪০ মিনিটে।

নিলামের লড়াইয়ে জিতে প্রতি মেগাহার্টজ তরঙ্গ গ্রামীণফোন কিনে নেয় ৪৬.৭৫ মিলিয়ন ডলারে, যার ফ্লোর প্রাইস (ভিত্তিমূল্য) ছিল ২৭ মিলিয়ন ডলার। ৮১তম রাউন্ডে এসে নিষ্পত্তি হয় ব্লক ৯-এর ৫ মেগাহার্টজ তরঙ্গের।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার আয়োজিত এই নিলামে মোট অব্যবহৃত তরঙ্গকে ৯টা ব্লকে ভাগ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮০০ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের অব্যবহৃত বা অবিক্রীত তরঙ্গ বিক্রির জন্য নিলামে  তোলা হয়। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক নিলামে অংশগ্রহণ করে।

নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন। এছাড়া বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ কমিশনের একাধিক কমিশনার, মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সকালে বিটিআরসি স্পেক্ট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী একেএম শাহীদুজ্জামানের স্বাগত বক্তব্যের পরে নিলাম অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।

১৮০০ মেগাহার্টজে বাংলালিংক কিনেছে ৪.৪, রবি কিনেছে ২.৬ এবং গ্রামীণফোন কিনেছে ০.৪ মেগাহার্টজ তরঙ্গ। ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ফ্লোর প্রাইস (ভিত্তিমূল্য) ছিল ৩১ মিলিয়ন ডলার। ফ্লোর প্রাইসেই এই ব্যান্ডের তরঙ্গ কিনে নেয় অপারেটরগুলো। আর এর ফলে এই তিন অপারেটরের ১৮০০ মেগাহার্টজে তরঙ্গ হলো ২০ মেগাহার্টজ করে।

১৮০০ মেগাহার্টজের নিলাম শেষে ২১০০ মেগাহার্টজের নিলাম শুরু হয়। ফ্লোর প্রাইস ছিল প্রতি মেগাহার্টজ ২৭ মিলিয়ন ডলার।  গ্রামীণফোন, বাংলালিংক ও রবি প্রতি মেগাহার্টজ তরঙ্গ ২৯ মিলিয়ন ডলারে ৫ মেগাহার্টজ করে তরঙ্গ কিনে নেয়।

৫ মেগাহার্টজের শেষ ব্লক ( ব্লক নম্বর ৯) তরঙ্গ নিয়ে এক প্রকার লড়াইয়ে নামে তিন অপারেটর। এই পর্বে অংশ নেয়নি বাংলালিংক। এ পর্বে প্রতি মেগাহার্টজ তরঙ্গের নিলামে ফ্লোর প্রাইস ছিল ২৭ মিলিয়ন ডলার। ১৭তম রাউন্ডে এসে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ৩০.৭৫ মিলিয়ন ডলার উঠলে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক নিলাম থেকে সরে দাঁড়ায়।

৫ মেগাহার্টজ তরঙ্গ পাওয়ার জন্য নিলামের লড়াই চালিয়ে যায় গ্রামীণফোন ও রবি। শেষ পর্যন্ত জয় হয় গ্রামীণফোনের। ৮১তম রাউন্ডে এসে নিষ্পত্তি হয় ব্লক ৯-এর  ৫ মেগাহার্টজ তরঙ্গের। এর ফলে গ্রামীণফোন সোমবার কিনলো ১০.০৪ মেগাহার্টজ তরঙ্গ।

প্রসঙ্গত, এই নিলামের আগে গ্রামীণফোনের মোট তরঙ্গ ছিল ৩৭ মেগাহার্টজ। রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর রবির তরঙ্গের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ। অপরদিকে বাংলালিংকের তরঙ্গ ছিল ৩০ দশমিক ৬ মেগাহার্টজ। আর টেলিটকের হাতে ছিল ২৫ দশমিক ২০ মেগাহার্টজ তরঙ্গ। নতুন তরঙ্গ না কেনায় টেলিটকের তরঙ্গ আগেরটাই থাকলো।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি