X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কাপড় ও সুতার আন্তর্জাতিক প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২১:২৯আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:২৯

আগামী ২২ মার্চ রাজধানীতে শুরু হচ্ছে ‘১৭তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২১’। সুতা-বস্ত্র ও আনুষঙ্গিক উপকরণের প্রদর্শনী হবে এটি। সম্পূর্ণ থ্রিডি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রদর্শনী চলবে তিন দিন ২৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

সোমবার (৮ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রির (সিসিপিআইট) সহযোগিতায় আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছে নিউ ইয়র্ক ভিত্তিক ট্রেড শো আয়োজক সেমস গ্লোবাল ইউএসএ।

সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য থাকবে সম্পূর্ণ ফ্রি। তবে প্রদর্শনীতে অংশ নিতে অবশ্যই আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কেউ ভার্চুয়ালি আয়োজিত প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন না। এখনও মেলার ভেন্যু ঠিক করা হয়নি।  

তিনি জানান, প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, মরক্কো থেকে ৮০টির বেশি প্রদর্শক বিভিন্ন ধরনের টেক্সটাইল দ্রব্য ভার্চুয়ালি উপস্থাপন করবেন। হাল ফ্যাশন ও উন্নত প্রযুক্তির ফেব্রিক্সসহ আরও অনেক কিছু থাকবে প্রদর্শনীতে।

ভার্চুয়ালি প্রদর্শনী আয়োজনের ব্যাপারে তিনি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে সব ভ্রমণ বাতিল হওয়ায় বস্ত্র খাতের বেশ কিছু আন্তর্জাতিক প্রদর্শনী বাতিল অথবা স্থগিত হয়েছে। যদিও কিছু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, সেগুলোতে আন্তর্জাতিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপক অনুপস্থিতি দেখা গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রেতারা যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে ভার্চুয়াল এক্সিবিশনকে বেছে নিয়ে তাদের চাহিদা পূরণে ডিজিটাল মাধ্যমে বিশ্বব্যাপী প্রস্তুতকারীদের সঙ্গে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, ভার্চুয়ালি আয়োজন করা এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের জন্য আলাদা আলাদা বুথ থাকবে। আগ্রহীরা যেকোনও বুথে গিয়ে পণ্য দেখতে পারবেন। প্রয়োজনে ক্রেতারা ভয়েজ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলতে পারবেন।

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!