X
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

সেকশনস

রবির সঙ্গে ৮ ঘণ্টার নিলাম যুদ্ধে জিতলো গ্রামীণফোন

আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৭:২৫

গ্রামীণফোন বনাম রবির ৮ ঘণ্টার যুদ্ধে শেষপর্যন্ত জিতলো গ্রামীণফোন। ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৯ নম্বর ব্লকের ৫ মেগাহার্টজ তরঙ্গ (স্পেক্ট্রাম) বরাদ্দ পাওয়ার জন্য দুই অপারেটর সোমবার (৮ মার্চ) দুপুর থেকে যুদ্ধে নামে। মাঝপথে টেলিটক ইস্তফা দিয়ে সরে গেলে ময়দানে থেকে যায় গ্রামীণফোন ও রবি।

দুই অপারেটরের নিলাম যুদ্ধ শেষ হয় রাত ৮টা ৪০ মিনিটে। প্রতি মেগাহার্টজ তরঙ্গের জন্য যে নিলাম শুরু হয় ২৭ মিলিয়ন ডলার মূল্যে, নিলাম শেষে তা গ্রামীণফোন কিনে নেয় ৪৬.৭৫ মিলিয়ন ডলারে।    

১৭তম রাউন্ডে এসে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ৩০.৭৫ মিলিয়ন ডলার উঠলে রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটক সরে দাঁড়ায়। তারপর থেকেই লড়াই জমে গ্রামীণফোন ও রবির মধ্যে। ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে-সমান।’ সময় গড়াতে থাকে, রাউন্ড বাড়তে থাকে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ডলারের অংকও।

নিলাম অনুষ্ঠান ও হোটেল লবিতে সবার মুখে একটাই প্রশ্ন- কোথায় গিয়ে থামবে দুই অপারেটর! অনেকেই বলছিলেন, ৩৫ মিলিয়ন ডলারের বেশি যাবে না। কিন্তু মুখের কথা সত্যি হয় না। এক সময় প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ৪০তম রাউন্ডে ছাড়িয়ে পৌঁছে যায় ৩৬.৭৫ মিলিয়ন ডলারে।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শেষ হয় ৫০তম রাউন্ড। দর ওঠে ৩৯.২৫ মিলিয়ন ডলার। সন্ধ্যা ৭:৩০ মিনিটে শেষ হয় ৬০তম রাউন্ড। প্রতি মেগাহার্টজের দর ওঠে ৪১.৭৫ মিলিয়ন ডলার। রাত ৮টায় শেষ হয় ৭০তম রাউন্ড। দাম ঠেকে ৪৪.২৫ মিলিয়ন ডলারে। ৮০তম রাউন্ড শেষ হয় রাত ৮টা ৩৩ মিনিটে, দাম ওঠে ৪৬.৭৫ মিলিয়ন ডলার। এই রাউন্ডেই রবি নো কার্ড দেখায়। ৮১তম রাউন্ডে গ্রামীণফোন ও রবি দুই অপারেটরই নো কার্ড দেখালে গ্রামীণফোন জয়ী হয়।

৯ নম্বর তথা শেষ ব্লক নিয়ে কত বড় যুদ্ধ হয়েছে তা বোঝার জন্য একটি চিত্রই যথেষ্ট। ৪০তম রাউন্ড পর্যন্ত গ্রামীণফোন ও রবি তাদের ‘ইয়েস’ লেখা বোর্ড তুলতে সময় নিলেও, ৪০-এর পর থেকে আসে গতি। ৫০তম রাউন্ডের পরে একজন ইয়েস বোর্ড তোলার সঙ্গে সঙ্গে অন্য অপারেটরও ইয়েস বোর্ড দেখায়। যদিও বোর্ড তোলার জন্য একেক রাউন্ডে কখনও ৪ মিনিট, কখনও ৫ মিনিট সময় বেঁধে দেওয়া ছিল। যত বেশি রাউন্ডের দিকে নিলাম গড়িয়েছে ততই বাড়ানো হয়েছিল ভাবনা-চিন্তার সময়।

নিলামে পরপর দুবার নো ডাকলে নিলাম প্রক্রিয়া থেকে সেই অপারেটরকে চলে যেতে হয়। একবার ইয়েস একবার নো ডেকে নিলাম কার্যক্রমে টিকে থাকা যায়। নিলামের শুরুর দিকে ইয়েস বোর্ড তুলে, কখনও নো বোর্ড তুলে নিলামে টিকে থাকা গেলেও পরের দিকে, বিশেষ করে ৪০তম রাউন্ডের পর বোর্ডে শুধু সবুজ রঙের ‘ইয়েস’ লেখা দেখা যায়। নিলাম অনুষ্ঠানে প্রতি রাউন্ডে দশমিক ২৫ মিলিয়ন ডলার করে দাম বাড়িয়ে ডাক শুরু করে বিটিআরসি।  

নিলাম অঙ্গনে অনেকের মুখেই আলোচনা- গ্রামীণফোন ও রবি দুটি অপারেটরই পুঁজিবাজারে আছে। ফলে কেউ সহজে হারতে চাইবে না। হারলেই পুঁজিবাজারে তার প্রভাব পড়বে। তরঙ্গ কিনতে না পারলে, বাজারে বার্তা যাবে ওই অপারেটরের আর্থিক অবস্থা ভালো নয়।

দুই অপারেটরের মধ্যে শুরু হওয়া লড়াই শেষ হয় রাত ৮টা ৪০ মিনিটে। যা শুরু হয়েছিল দুপুর ১২টার কিছু পরে।

নিলাম অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ, বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দীনকে উপস্থিত থেকে নিলাম কার্যক্রমে অংশ নিতে দেখা গেলেও ছিলেন না গ্রামীণফোনের প্রধান নির্বাহী। গ্রামীণফোনের টেবিলে শুধু একজন ছিলেন বাংলাদেশি কর্মকর্তা, আর সবাই ছিলেন বিদেশি।

রাতে সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, নিলামে প্রত্যাশার চেয়েও বেশি আয় হয়েছে। ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭.৪ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ ২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়। সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, বিটিআরসির কমিশনার, মহাপরিচালকসহ বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লাভ করেছে বাংলালিংক

নিলাম অনুষ্ঠানে বাংলালিংক ১৮০০ মোগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ কেনে ৪.৪ মেগাহার্টজ, যার ফ্লোর প্রাইস ছিল প্রতি মেগাহার্টজ ৩১ মিলিয়ন ডলার। আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ কেনে ৫ মেগাহার্টজ। প্রতি মেগাহার্টজের ফ্লোর প্রাইস ছিল ২৭ মিলিয়ন ডলার। বাংলালিংক গ্রামীণফোন ও রবির সঙ্গে বিড করে প্রতি মেগাহার্টজ কেনে ২৯ মিলিয়ন ডলারে।

শেষ ব্লকের (নয় নম্বর ব্লক) প্রতিযোগিতায় বাংলালিংক অংশ নেয়নি। সোমবারের নিলামে বাংলালিংক মোট ৯.৪ মেগাহার্টজ তরঙ্গ কেনে। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ তরঙ্গ কিনতে পেরে বেশ ফুরফুরে ও চাঙ্গা দেখা গেছে বাংলালিংক কর্মকর্তাদের। তুলনামূলক কম দামে বেশি তরঙ্গ কিনতে পেরে অপারেটরটির কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন। তবে কেউই নিজেকে উদ্ধৃত করে মন্তব্য করতে রাজি হননি। বাংলালিংক পরে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে বলে জানায়।

বিটিআরসি জানায়, এবারের নিলামে সরকারের আয় হবে ভ্যাটসহ প্রায় ৩ হাজার কোটি টাকা। বরাদ্দকৃত তরঙ্গ আগামী ৯ এপ্রিল থেকে অপারেটররা ব্যবহার করে গ্রাহকদের সেবা দিতে পারবে। বিটিআরসি আশা করছে, তরঙ্গ বরাদ্দ করায় মোবাইল অপারেটরদের সেবার মান ভালো হবে।

 

আরও পড়ুন-

তরঙ্গ নিলাম পরিণত হলো ‘লড়াইয়ে’

 

/এফএএন/

সর্বশেষ

লকডাউনে কর্মহীনদের জন্য সরকারের যতো সহায়তা

লকডাউনে কর্মহীনদের জন্য সরকারের যতো সহায়তা

‘স্থিতিশীল পর্যায়ে খালেদা জিয়া’

‘স্থিতিশীল পর্যায়ে খালেদা জিয়া’

হাওরে ধান কাটা শ্রমিকের কোনও সংকট নেই: সিলেট বিভাগীয় কমিশনার

হাওরে ধান কাটা শ্রমিকের কোনও সংকট নেই: সিলেট বিভাগীয় কমিশনার

মোস্তাফিজের উদযাপন চলছে, তবে পথ হারিয়েছে রাজস্থান

মোস্তাফিজের উদযাপন চলছে, তবে পথ হারিয়েছে রাজস্থান

বিদ্যুৎস্পৃষ্টে সহকর্মীর মৃত্যু, গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বিদ্যুৎস্পৃষ্টে সহকর্মীর মৃত্যু, গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরের মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরের মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে হেফাজত নেতারা বললেন ‘কিছু বলার নাই’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে হেফাজত নেতারা বললেন ‘কিছু বলার নাই’

মামুনুল হকের রিসোর্টকাণ্ড: সোনারগাঁও থানার ওসিকে বাধ্যতামূলক অবসর

মামুনুল হকের রিসোর্টকাণ্ড: সোনারগাঁও থানার ওসিকে বাধ্যতামূলক অবসর

ওয়ালটনের অল ইন ওয়ান পিসি

ওয়ালটনের অল ইন ওয়ান পিসি

সংক্রমণের ঊর্ধ্বগতি: যুক্তরাজ্যের রেড লিস্ট-এ ভারত

সংক্রমণের ঊর্ধ্বগতি: যুক্তরাজ্যের রেড লিস্ট-এ ভারত

ভাইয়ের হাতে পুলিশ কর্মকর্তা খুনের অভিযোগ

ভাইয়ের হাতে পুলিশ কর্মকর্তা খুনের অভিযোগ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ওয়ালটনের অল ইন ওয়ান পিসি

ওয়ালটনের অল ইন ওয়ান পিসি

নিরাপত্তার জন্য যে নতুন ফিচার যুক্ত হলো ইমোতে

নিরাপত্তার জন্য যে নতুন ফিচার যুক্ত হলো ইমোতে

যে কারণে আইফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করেছে অ্যাপল

যে কারণে আইফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করেছে অ্যাপল

মোবাইল থেকে কেটে নেওয়া টাকা কবে ফেরত আসবে?

মোবাইল থেকে কেটে নেওয়া টাকা কবে ফেরত আসবে?

বাসায় মোবাইল পৌঁছে দিচ্ছে মটোরোলা

বাসায় মোবাইল পৌঁছে দিচ্ছে মটোরোলা

প্রিজম ইআরপির আরেকটি মাইল ফলক

প্রিজম ইআরপির আরেকটি মাইল ফলক

যেসব নতুন ফিচার যুক্ত হচ্ছে গুগল ক্রোমে

যেসব নতুন ফিচার যুক্ত হচ্ছে গুগল ক্রোমে

গ্রাহকের অজান্তে মোবাইল থেকে টাকা কেটে নেওয়া: ১১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

গ্রাহকের অজান্তে মোবাইল থেকে টাকা কেটে নেওয়া: ১১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

বিশ্বজুড়ে টুইটারে বিভ্রাট

বিশ্বজুড়ে টুইটারে বিভ্রাট

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টে যোগ দিলেন বাংলাদেশের আরাফাত

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টে যোগ দিলেন বাংলাদেশের আরাফাত

Bangla Tribune is one of the most revered online newspapers in Bangladesh, due to its reputation of neutral coverage and incisive analysis.
© 2021 Bangla Tribune