X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
‘এখনও তোমাকে বিশ্বাস করি’

তাহসানের পোস্টে তোলপাড়, জানা গেলো কারণও!

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৪:০১আপডেট : ১০ মার্চ ২০২১, ১৬:০৩

তাহসান খান মঙ্গলবার (৯ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজ থেকে ইংরেজি হরফে মাত্র ৫টি শব্দ লিখেছেন সংগীত ও অভিনয় শিল্পী তাহসান রহমান খান।

আর তা নিয়েই নেটিজেনদের মধ্যে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে। হয়েছে ভাইরাল, চলেছে তোলপাড়।

তা হবে না কেন? তাহসান পোস্টে লিখেছেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’! যার অর্থ দাঁড়ায় ‘আমি এখনও তোমাকে বিশ্বাস করি’।

স্বাভাবিক নিয়মেই হইচই পড়ে গেছে তার এই বক্তব্যে। স্ট্যাটাসটিতে মাত্র ১৫ ঘণ্টায় ১ লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্য হয়েছে ২১ হাজারেরও বেশি।

বিষয়টিকে অনেকে রোমান্টিক, কেউবা বিরহের স্ট্যাটাস হিসেবে নিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি লেখা হয়েছে প্রাক্তন স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার উদ্দেশে; হয়তো পুরনো বিশ্বাসের কথাই স্মরণ করা হচ্ছে।

তবে সংশয় কাটছে না। ভক্তদের মনে নানা প্রশ্নের ঢেউ আছড়ে পড়ছিল রাতভর। এদিকে মুখ খুলছেন না তাহসানও। তার মুঠোফোনে যোগাযোগ ও সোশ্যাল হ্যান্ডেলে মেসেজ পাঠালেও ‌‘টুঁ’ শব্দটিও করছেন না তিনি।

তবে রাত পোহানোর পর উত্তর কিছুটা মিলেছে অন্য পক্ষ থেকে। না কোনও মেয়ে বা ব্যক্তি নয়, সমাধান পাওয়া যাচ্ছে একটি ই-কমার্স প্রতিষ্ঠান থেকে।

গতকাল অনলাইন বিপণন প্রতিষ্ঠান ইভ্যালি তাদের পেজ থেকে একটি ধাঁধা দিয়েছে। যেখানে রাখা হয়েছে তাহসানের অবয়বের একটি ছবি। বলা হয়েছে, ‘আমরা বিশ্বাসের নতুন মুখটি উন্মোচনের জন্য প্রায় প্রস্তুত’।

অন্যদিকে, ইভ্যালির স্লোগানটি হলো ‘বিলিভ ইন ইউ’। আর তাহসানের স্ট্যাটাস হলো, ‘আই বিলিভ ইন ইউ’।

নাম প্রকাশে অনিচ্ছুক ইভ্যালির এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, শুভেচ্ছাদূত হিসেবে তাহসানের যুক্ত হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত ঘোষণা না এলেও সেভাবেই কাজ এগুচ্ছে।

জানা যায়, প্রতিষ্ঠানটির প্রচারণায় যুক্ত হচ্ছে এই সংগীত ও অভিনয় তারকা। তারই অংশ হিসেবে দু’পক্ষ ধাঁধা আকারে কাছাকাছি সময়ে স্ট্যাটাস দিয়েছে সোশ্যাল হ্যান্ডেলে।

We are almost ready to unveil the new face of belief: the ultimate face of evaly!

But we want you to guess first!...

Posted by Evaly.com.bd on Tuesday, March 9, 2021
/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার