X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য গ্রহণযোগ্য নয়: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২১, ১২:৪৩আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:৪৩

ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। একজন রাষ্ট্রপতির জন্য এটি যথাযথ নয়। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, পুতিন সম্পর্কে বাইডেন যে মন্তব্য করেছেন সেটি কোনও রাষ্ট্রপ্রধানের পক্ষে মানায় না।

তুরস্ক যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র হলেও এরদোয়ান সরকার রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদলের পর বিষয়টি আরও স্পষ্ট হয়।

ক্ষমতায় আসার আগেই ২০১৯ সালে এক সাক্ষাৎকারে এরদোয়ানকে একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন। তুরস্কে এরদোয়ানবিরোধীদের সমর্থন দেওয়ার কথাও বলেছিলেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউসে অভিষেকের পর বিশ্বনেতারা বাইডেনকে অভিনন্দন জানালেও শুভেচ্ছা বার্তা পাঠাতে সময় নেন এরদোয়ান। ২০ জানুয়ারি বাইডেন শপথ নিলেও এখনও পর্যন্ত প্রভাবশালী ন্যাটো মিত্র তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কোনও কথা হয়নি বাইডেনের। এমন পরিস্থিতিতেই শুক্রবার পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন এরদোয়ান।

সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গেও ব্যাপক মতপার্থক্য রয়েছে তুরস্কের। তবে মতবিরোধ সত্ত্বেও এরদোয়ান পুতিনকে একজন বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন।

এদিকে বাইডেনের ওই মন্তব্য নিয়ে ব্যঙ্গ করে বৃহস্পতিবার পুতিন বলেছেন, রতনে রতন চেনে।

উল্লেখ্য, রাশিয়ায় কিছু দিন আগে দেশটির শীর্ষ পুতিনবিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে। কোনও রকমে প্রাণে বেঁচে এলেও এখন তিনি আবার কারাগারে। হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’

জো বাইডেনের এমন মন্তব্যের পর রুশ-মার্কিন সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে তলব করেছে ক্রেমলিন। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে। এর মধ্যেই শুক্রবার ওই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এরদোয়ান।

/এমপি/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ