X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠান র‌্যাংকিং করবে কারিগরি শিক্ষা বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২২:৩১আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৩১

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন এগ্রিকালচার’র ১৮০টি প্রতিষ্ঠানের ‘এ’ বি’ ‘সি এবং ‘ডি’ ক্যাটাগরি র‌্যাংকিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। র‌্যাংকিংয়ে যেসব প্রতিষ্ঠান ভালো করবে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ সুবিধা পাবে। কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার সুবিধা তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়।

রবিবার (৪ এপ্রিল) কারিগরি শিক্ষা বোর্ড এ তথ্য জানায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির শতকরা হার, সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ, পরীক্ষার্থীর পাসের হার, নিজস্ব ভবন ও স্থাপনা, বোর্ডে অনুমোদিত ব্যবস্থাপনা কমিটি, বোর্ডের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ, নীতিমালা অনুযায়ী ল্যাব স্থাপন, ড্রপ-আউটের হার, ইন্ডাস্ট্রি ও ফার্ম ভিজিট, জাতীয় দিবস পালন, অভিভাবক দিবস পালন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, একাডেমিক কমিটি, লাইব্রেরিসহ বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে র‌্যাংকিং করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শর্ত পূরণ সাপেক্ষে র‌্যাংকিংয়ে স্থান পাবে। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে স্থান পেতে মোট নম্বরের মধ্যে কমপক্ষে ৮১ থেকে ১০ নম্বর পেতে হবে। ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেতে হলে ৭১ থেকে ৮০ নম্বর পেতে হবে। ‘বি’ ক্যাটাগরিতে স্থান পেতে হলে ৫১ থেকে ৭০ নম্বর পেতে হবে এবং সি ক্যাটাগরিতে স্থান পেতে হলে ৪১ থেকে ৫০ নম্বর পেতে হবে। আর ৪০ নম্বরের কম পাওয়া প্রতিষ্ঠানের ক্যাটাগরি ‘ডি’।

কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বিজয় কুমার ঘোষ জানান, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার-এ উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রতিষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে ১০ম গ্রেডে সরকারি চাকরি করেন। এছাড়া সরকারি গবেষণা প্রতিষ্ঠান বারি ও কৃষি উন্নয়ন করপোরেশনে সরকারি চাকরির সুযোগ পান। বেসরকারি সংস্থা বেসরকারি কৃষি উপকরণ বাজারজাতে মার্কেটিং প্রতিষ্ঠানে কৃষি ডিপ্লোমাধারীদের চাকরির সুযোগ রয়েছে। কৃষি ডিপ্লোমাধারীরা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিধানে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

এসব ক্ষেত্রে শিক্ষার্থী বাছাই ও চাকরির নিশ্চয়তা তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিজয় কুমার ঘোষ।

 

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট