X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় কারাগারে হামলা, পালালো প্রায় দুই হাজার বন্দি

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২১, ১৮:১৮আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৮:১৮

নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি কারাগারে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালালে এক হাজার আটশ'র বেশি কারাবন্দি পালিয়ে গেছে। সোমবার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। নাইজেরিয়ায় অন্যতম বড় জেল-ভাঙার ঘটনা এটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কারেকশান্স কম্পট্রোলার জেনারেল অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইমো রাজ্যের ওয়েরি কারাগারের প্রবেশ মুখে অজ্ঞাত হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে। এসময় কারারক্ষীদের সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ শুরু হয়।

ঠিক কতোজন বন্দি পালিয়েছে তার সঠিক সংখ্যা উল্লেখ না করে কারা মুখপাত্র জেমস মাদুগবা বলেন, 'ওয়েরি কারাগারে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে'। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু জেল নয়, শহরের অন্য সরকারি বাড়িতেও একই সঙ্গে আক্রমণ চালায় দুষ্কৃতীরা।

ওই এলাকায় বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয় আছে। তবে কোনও গোষ্ঠীই এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

নাইজেরিয়া পুলিশের মহাপরিদর্শক এই হামলার জন্য ইস্টার্ন সিকিউরিটি নেটওওয়ার্ক(ইএসএন)-কে এই ঘটনার জন্য দায়ী করেছেন। ইএসএন দাবি করে, তারা স্থানীয় ইগবো জনগোষ্ঠীকে বিদেশি হানাদারের হাত থেকে রক্ষার জন্য লড়াই করছে।

প্রেসিডেন্ট বুহারি এক বিবৃতিতে বলেছেন, এটি সন্ত্রাসবাদী কাজ। তিনি পালিয়ে যাওয়া সব বন্দিকে গ্রেফতার করে আবার কারাগারে রাখার জন্য নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করেছেন।

মাত্র দুই সপ্তাহ আগে দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় থানা, সেনার চেকপয়েন্ট এবং কারাগারে আক্রমণ করেছিল সন্ত্রাসীরা। তাতে অন্তত ১২ জন নিরপত্তারক্ষী নিহত হয়।

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
সর্বশেষ খবর
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট