X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

না.গঞ্জের থানা ও ফাঁড়ি‌তে ভা‌রি অস্ত্রে স‌জ্জিত নিরাপত্তা চৌকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ০০:৪০আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০০:৪২

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা, তদন্তকেন্দ্র ও পুলিশ ফাঁড়িগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ স্থাপন করা হয়েছে ভা‌রি অ‌স্ত্রে সজ্জিত নিরাপত্তা চৌকি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল থেকেই তল্লাশির মধ্যে দিয়ে থানায় প্রবেশ করতে হচ্ছে। একইসঙ্গে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল থেকেই  নারায়ণগঞ্জ জেলার সব থানা, পলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে এলএমজি, মেশিন গান বসিয়ে বালুর বা সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ঝুঁকি বিবেচনা করে কিছু থানার ছাদে ও সামনের ফাঁকা স্থানে এ ধরনের চৌকি বসানো হয়েছে।

না.গঞ্জের থানা ও ফাঁড়ি‌তে ভা‌রি অস্ত্রে স‌জ্জিত নিরাপত্তা চৌকি এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি সারা দেশে বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হয়েছে। এ কারণে পুলিশ হেডকোয়ার্টার থেকে থানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের নিজের নিরাপত্তা ও মানুষের জালমাল হেফাজত করতে এবং যেকোনও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ করতেই থানাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

না.গঞ্জের থানা ও ফাঁড়ি‌তে ভা‌রি অস্ত্রে স‌জ্জিত নিরাপত্তা চৌকি তিনি বলেন, ‘জেলার সব থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ যারা মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  জানান, জেলার বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে জেলা পুলিশের আওতাধীন সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও স্থাপনাগুলোতে এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:

সিলেটে থানায় থানায় মেশিনগান হাতে পাহারা

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’