X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কা দলকে তিন দিন কোয়ারেন্টিনে থাকতেই হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৮:১৩আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৮:১৩

এ মাসে বাংলাদেশ দল যাচ্ছে শ্রীলঙ্কায়। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী মাসে আবার শ্রীলঙ্কা দল আসবে বাংলাদেশে, উদ্দেশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের পরিকল্পনা এখনই সেরে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিশেষ করে কোয়ারেন্টিন ইস্যু।

বাংলাদেশ সফরে এসে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে হবে লঙ্কান ক্রিকেটারদের। তারপরই মুক্তি মিলবে ‘বন্দি-জীবন’ থেকে। আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে নিশ্চিত ‍করেছেন বিষয়টি।

‘আগামী মে মাসে শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে খেলবে। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। সফর শুরু করার আগে শ্রীলঙ্কান ক্রিকেটারদের তিন দিন রুম কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর তারা অনুশীলন শুরু করতে পারবে। এরপর একটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে তারা।’- বলেছেন নিজামউদ্দিন।

করোনার বর্তমান পরিস্থিতিতে সিরিজটি আয়োজন কতটা কঠিন, এমন প্রশ্নে বিসিবি প্রধান নির্বাহী বললেন, ‘আমরা সবকিছু বিবেচনায় রেখেই প্রোগ্রাম করছি। তারপরও যদি কোনও অসুবিধা হয়, আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো।’

হুট করে করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে জাতীয় ক্রিকেট লিগ বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিবি। করোনা পরিস্থিতি উন্নতি না হলে বন্ধ রাখার সিদ্ধান্তে অটুট বিসিবি, ‘আমরা দুটি রাউন্ড শেষ করে তৃতীয় রাউন্ডের আগে একটা গ্যাপ নিয়েছি। যদি সবকিছু, পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে আবার এনসিএলটা শুরু করবো। এই পরিস্থিতিতে আসলে কিছু করার নেই।’

চলতি বছরের জুনে শ্রীলঙ্কাতে হওয়ার হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটিও তখনই। নিউজিল্যান্ডের সঙ্গে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত। ফলে যথাসময়ে এশিয়া কাপ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যদিও বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দলের প্রস্তুত থাকার কথা, ‘আমরা সদস্য দেশ হিসেবে বলতে পারি, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি এশিয়া কাপের কোনও স্লট নির্ধারিত হয়, আমরা সেভাবে অংশগ্রহণ করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল