X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

যশোরের নূর আলী মেম্বার হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ১২:৪১আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১২:৪১

যশোরের অভয়নগর উপজেলার বাবুরহাট বাজার এলাকায় গুলিতে নূর আলী মেম্বার হত্যা মামলার মূল আসামি মো. আরমানকে (২৮) বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৬ এর সদস্যরা শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তাকে বাগেরহাট সদর থানাধীন কাটাখলী মগড়া বাজার সাকিনস্থ জনৈক মো. শওকত আলীর বাসা থেকে গ্রেফতার করেন। র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল রওশনুল ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ৭ মার্চ সন্ধ্যার পর নুর আলী মেম্বার যশোরের অভয়নগর থানাধীন বাবুরহাট বাজার হতে ছেলের মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত অনুমানিক ৮টার দিকে তারা বাবুরহাট বাজারস্থ মাতৃমন্দিরের পেছনের রাস্তায় পৌঁছালে ১২-১৪ জনের একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থামামাত্রই সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। নুর আলী মেম্বার মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং তার ছেলে মো. ইব্রাহিমের  শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, এতে করে তিনি গুরুতর জখম হন। অতঃপর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মৃত নুর আলী মেম্বার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

এ চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য এলাকার সর্বস্তরের জনগণ প্রতিবাদ জানিয়ে আসছিল। র‌্যাব শুরু থেকেই এ হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (যশোর ক্যাম্প) হত্যাকারীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে নুর আলী মেম্বার হত্যার মূল আসামি পলাতক মো. আরমান বাগেরহাট জেলার সদর থানাধীন কাটাখলী মগড়া বাজার সাকিনস্থ জনৈক মো. শওকত আলীর বাসার ভেতরে অবস্থান করছে। ওই সংবাদ পেয়ে আভিযানিক দলটি ১০ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামি আরমানকে (২৮) গ্রেফতার করে। তার পিতার নাম নুর মোহাম্মদ মিঠু। যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, সে নুর আলী মেম্বার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল