X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গণপরিবহন বন্ধ, টিকা নেবেন কীভাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৮:৪১আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৮:৪১

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সর্বাত্মক বিধিনিষেধ আরোপসহ প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সবধরনের গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে,গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় মানুষ টিকাকেন্দ্রে যাবেন কীভাবে?

প্রজ্ঞাপনে বলা হয়, সব প্রকার পরিবহন (সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। একইসঙ্গে উল্লেখ করা হয়, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড দেখানো সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। প্রশ্ন হলো, টিকা কার্ড নিয়ে বাইরে বের হওয়া গেলেও যদি কোনও পরিবহন ব্যবস্থা না থাকে, তাহলে টিকাকেন্দ্রে যাবেন কীভাবে?

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হাতে কিছু সময় আছে। এখনও নানা বিষয়ে ভাবনা চিন্তা চলছে। তবে যারা টিকা নিতে চান, তারা নিজেদের ব্যবস্থাপনায় যাবেন। পথে তাদের কেউ বাধা দেবেন না।’

এদিকে এই একসপ্তাহের মধ্যে যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত দিন থাকবে, তাদের টিকা নিতেই হবে, এমন কোনও কথা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্রোরা। তিনি বাংলা ট্র্রিবিউনকে বলেন, ‘প্রথম ডোজ নেওয়ার ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। সেক্ষেত্রে এক সপ্তাহ যদি কেউ নাও বের হতে পারেন, তাতে সমস্যা হবে না। যদি দেখি যে, লকডাউন বেশি লম্বা হয়, সেক্ষেত্রে নতুন কিছু ব্যবস্থা নিতে হবে।’

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!