X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আরও এক কৃষ্ণাঙ্গ হত্যা, বিক্ষোভের পর কারফিউ জারি

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ০৯:২৯আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৯:৩০

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের কাছে পুলিশের গুলিতে নিহত হয়েছে আরও এক কৃষ্ণাঙ্গ যুবক। ২০ বছরের এই ব্যক্তির নাম ডন্টে রাইট। তার নিহতের ঘটনায় লোকজন রাজপথে নেমে আসে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। কারফিউ জারি করা হয় ব্রুকলিন সেন্টার শহরে।

ব্রুকলিন সেন্টারের মেয়র কারফিউ জারি করে বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যেতে বলেছেন। জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যার দায়ে এক পুলিশ অফিসারের বিচার নিয়ে মিনিয়াপোলিস এমনিতেই অগ্নিগর্ভ হয়ে আছে।

বিক্ষোভের যেভাবে শুরু

ব্রুকলিন সেন্টারের পুলিশ সদর দফতরের বাইরে রবিবার শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে ডন্টে রাইটের নামে স্লোগান দিতে থাকে। বড় শহর মিনিয়াপোলিস থেকে জায়গাটি মাত্র কয়েক কিলোমিটার দূরে।

বিক্ষোভকারীদের সামাল দিতে এক পর্যায়ে দাঙ্গা পুলিশ রাস্তায় নামলে উত্তেজনা বেড়ে যায়। জনতা পুলিশের দুইটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রতিবাদকারীরা এ সময় ডন্টে রাইটের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভের সময় কিছু দোকানপাটে লুটপাট শুরু হলে মেয়র শহরে কারফিউ জারি করেন।

উত্তপ্ত পরিস্থিতি

বিবিসির সাংবাদিক স্যামান্থা গ্র্যানভিল ব্রুকলিন সেন্টার থেকে জানিয়েছেন, বিক্ষোভের মুখে পুলিশ সদস্যরা সদর দফতরের বাইরে ব্যারিকেড তৈরি করে। তাদের পরনে ছিল দাঙ্গা পুলিশের পোশাক।

শত শত বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টায় একটু একটু করে এগোতে থাকে এবং স্লোগান দিতে থাকে, ‘বিচার না পেলে আমরা শান্তি পাবো না।’ বিক্ষোভকারীদের মধ্যে ডন্টে রাইটের পরিবারের সদস্য ও বন্ধুরাও ছিলেন।

কী ঘটেছিল ডন্টে রাইটের?

এক বিবৃতিতে ব্রুকলিন সেন্টারের পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার বিকালে ডন্টে রাইট ট্রাফিক আইন অমান্য করার পর পুলিশ তার গাড়ি থামিয়ে দেয়। এ সময় পুলিশ জানতে পারে তার নামে আগে একটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। যখন পুলিশ তাকে গ্রেফতার করতে চায় তিনি তখন আবার গাড়ির মধ্যে ঢুকে পড়েন। এ সময় পুলিশ তার ওপর গুলি চালায়। এরপরও তিনি গাড়ি চালিয়ে কিছু দূর গিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা মারেন। এরপর ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। তার সঙ্গে থাকা একজন যাত্রীর গায়েও আঘাত লেগেছে। তবে তার আঘাত খুব গুরুতর নয়।

২০২০ সালের ২৫ মে এই মিনিয়াপোলিস শহরেই জর্জ ফ্লয়েড নামের ৪৬ বছরের একজন কৃষ্ণাঙ্গ আমেরিকানকে হত্যা করে পুলিশ। ওই মামলার প্রধান আসামি পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের বিচার গত দু‌ই সপ্তাহ ধরে চলছে। হত্যাকাণ্ডের সময় ওই কর্মকর্তা ৯ মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু চেপে বসেছিলেন। এই দৃশ্য দেখার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন জোরদার হতে শুরু করে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে যুক্তরাষ্ট্র। এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শভিনের বিচার আরও এক মাস ধরে চলবে বলে প্রতীয়মান হচ্ছে। ওই মামলার রায় ঘোষণার সময় আরও গোলযোগ হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এর মধ্যেই ২০ বছরের কৃষ্ণাঙ্গ যুবক ডন্টে রাইটের নিহতের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!