X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে ম্যান ইউ, আর্সেনালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, ০৪:৩২আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৪:৫৫

প্রথম লিগে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর ওল্ড ট্রাফোর্ডে যখন খেলা তখন এমনিতেই ফেভারিট ওলেগানার শুলসারের দল। আর ম্যাচে ঠিক তেমন পারফরম্যান্স দেখিয়ে ইউরোপা কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে গ্রানাদাকে হারিয়েছে ২-০ গোলে। দুই লিগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত হয়েছে তাদের।

অন্যদিকে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল গোল উৎসব করেছে। তারা ৪-০ গোলে স্লাভিয়া প্রাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আগের লিগে অবশ্য আর্সেনাল ১-১ গোলে ড্র করেছিল। দুই লিগ মিলিয়ে ৫-১ গোলের বড় ব্যবধান রেখে শেষ চার নিশ্চিত হয়েছে। এছাড়া সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এএস রোমা ও ভিলারিয়ালেরও।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড শুরু থেকে বলের পজেশনে এগিয়ে ছিল।লা লিগায় অষ্টম স্থানে থাকা গ্রানাদা অবশ্য সুবিধা করতে পারছিল না। ম্যাচের ৬ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায়। গ্রিনউডের কর্নারে পল পগবার হেড থেকে এডিসন কাভানি বাঁ পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন। এটা নিয়ে উয়েফা ক্লাব চ্যাম্পিয়নশিপে কাভানির গোল সংখ্যা পঞ্চাশে দাড়ালো।

যদিও দিয়েগো মার্টিনেজের দল দুই মিনিট পর গোল শোধের সুযোগ পেয়েছিল। কিন্তু হেরেরার হেড পোস্টের বাইরে দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।

এই অর্ধে বল পজেশনে ৬৯ ভাগ এগিয়ে থেকে ম্যান ইউ ৩৩ মিনিটে বলার মতো আরও একটি আক্রমণ গড়েছে। যদিও ব্রুনো ফার্নান্দেজের শট ক্রস বারের ওপর দিয়ে যায়।

বিরতির পর শুরুতে পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে। কিন্তু কোনও দলই গোল পায়নি। গ্রানাদার মলিনার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। আর ম্যান ইউয়ের গ্রিনউডের হেড গোলকিপার তালুবন্দি করেন।

এরপরে ম্যান ইউ আক্রমণে এগিয়ে। যদিও বল পজেশনে পিছিয়ে থেকেও গ্রানাদা কম চেষ্টা করেনি। কিন্তু সফল হতে পারেনি।

ম্যাচের ৫৫ মিনিটে কাভানি ব্যবধান দ্বিগুণ করতে পারেননি। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে ৩৪ বছর বয়সী স্ট্রাইকার ঠিকঠাক হেড নিতে পারেননি। বল তার কাধে লেগে দূরের পোস্ট দিয়ে যায়।

চার মিনিট পর পগবার জায়গায় নাম ভ্যান ডি ভিকের শট দূরের পোস্ট দিয়ে যায়।

পরের মিনিটে গোলদাতা কাভানিকে উঠিয়ে নেন ওলেগানার শুলসার। তার জায়গায় মাঠে নামেন দ্যানিয়েল জেমস।

রক্ষণ সামলে গ্রানাদা আবারও আক্রমণে উঠার চেষ্টা করেছে। ৬৫ মিনিটে ফ্রি-কিক থেকে সানচেজের শট দূরের পোস্ট দিয়ে যায়। আর ৮৬ মিনিটে গ্রানাদার ভিক্টর দিয়াজের শট গোলকিপার দি গিয়ারা ঝাঁপিয়ে পড়ে রুখে দিলে ম্যাচে আর সমতা আনা হয়নি।

তবে ম্যানইউ ঠিকই সফল হয়েছে ৯০ মিনিটে। তেলেসের ক্রস থেকে জেসাস ভালেজো হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন!

শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে পগবা-গিয়ারা।

 

/টিএ/এফএএন/
সম্পর্কিত
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতলো ইন্টার মিলান 
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ