X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শাহরুখের মান বাঁচানো ইনিংসও জেতাতে পারেনি পাঞ্জাবকে!

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, ২৩:৪০আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২৩:৪৬

আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানদের তালিকায় আছে মারকুটে সব ব্যাটসম্যান। আর সেই পাঞ্জাব কিংসই কিনা তুলতে পারলো ৮ উইকেটে ১০৬! অধিনায়ক লোকেশ রাহুল (৫), মায়াঙ্ক আগারওয়াল (০), ক্রিস গেইল (১০) ও দীপক হুদারা (১০) যেখানে থিতু হতে পারেননি। সেখানে মান বাঁচানো ইনিংস খেললেন শাহরুখ খান।

টস হেরে শুরুতে ব্যাট করা দলটি ২৬ রানেই হারিয়ে বসেছিল ৫ উইকেট! সেই শাহরুখ ৩৬ বলে ৪৭ রানের ইনিংস না খেললে আরও শোচনীয় অবস্থাই হতো পাঞ্জাবের। শাহরুখের মান বাঁচানো ইনিংসে অবশ্য ৮ উইকেটে ১০৬ রানই করতে পেরেছে কিংস। শাহরুখের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়।

তাতেও অবশ্য ৬ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঞ্জাবকে। দলটিকে ধসিয়ে দিতে একাই ভূমিকা রাখেন চেন্নাই পেসার দীপক চাহার। ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

এদিন অবশ্য চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন অধিনায়ক ধোনি। আর তার মাইফলকের ম্যাচেই এবারের আসরে প্রথম জয়ের স্বাদ পেলো চেন্নাই।

পাঞ্জাবের দেওয়া লক্ষ্য ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই টপকে যায় ধোনির দল। ২৪ রানে ওপেনার গায়কোয়াড ফিরে গেলে ফাফ দু প্লেসি ও মঈন আলীর ব্যাটেই জয়ের পথ এগিয়ে যেতে থাকে চেন্নাই। মঈন অবশ্য ৩১ বলে ফিরে যান ৪৬ রান করে। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছয়।

সুরেশ রায়না ও আম্বাতি রাইয়ুদু দ্রুত ফিরলেও অপরপ্রান্ত আগলে ছিলেন দু প্লেসিস। ধীর গতিতে খেলে ৩৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে সঙ্গী ছিলেন স্যাম কারেন। তার বাউন্ডারিতেই চেন্নাই ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ১৫.৪ ওভারে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও