X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রিয়ালকে শিরোপার পথে আটকে দিলো গেটাফে

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ০৪:১৮আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৪:১৮

সাসপেনশন, কোভিড ও চোটের কারণে নিয়মিত একাদশের অনেকেই নেই। তারওপর অন্য দুই নির্ভরযোগ্য ফুটবলার করিম বেনজেমা ও টনি ক্রুস শতভাগ ফিট ছিলেন না। তাই লা লিগায় গেটাফের বিপক্ষে একাদশ সাজাতেই গলদঘর্ম হতে হয়েছে জিনেদিন জিদানের। কিন্তু তারপরেও ‘পাহাড়সম সমস্যা’ পেরিয়ে লস ব্লাঙ্কোসরা ম্যাচ জিততে পারেনি। গেটাফে নিজেদের মাঠে ঠিকই রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে। গোলশুন্য ড্র দিয়ে শেষ হয়েছে ম্যাচটি।

ম্যাচ হারলেও অবাক হওয়ার কিছু থাকতো না রিয়ালের। বলতে গেলে গোলকিপার থিবো কোয়ার্তোই একাধিক গোলের সুযোগ নস্যাৎ করে গেটাফেকে জিততে দেননি!

এই ড্রতে লা লিগে রিয়াল মাদ্রিদ শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। যদিও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই আছে তারা। তাদের সংগ্রহ ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট। আর নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ ৫-০ গোরে এইবারকে হারিয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। লিওনেল মেসির বার্সেলোনা ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। গেটাফে ৩১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে।

নিজেদের মাঠে প্রথমার্ধে ‘ভঙ্গুর’ রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান তালে লড়াই করেছে গেটাফে। যদিও বল পজেশনে জিদানের দল কিছুটা এগিয়ে ছিল। কিন্তু গোলের পরিস্কার সুযোগ পেয়েছিল পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে থাকা গেটাফেই। তাদের একটি সুযোগ তো পোস্টে লেগে ফিরে আসে!

পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ বেশ জমে উঠে। ম্যাচের শুরুর দিকে গেটাফে গোল পেতে পারতো।৫ মিনিটে মাতার শট এক ডিফেন্ডার প্রতিহত করেন। দুই মিনিট পর অলিভিয়েরার প্রচেষ্টা কোর্তোয়া হাত দিয়ে রুখে দেন। পরের মিনিটে অবশ্য রিয়াল প্রায় গোল পেয়েই যাচ্ছিলো। কিন্তু ২৭ বছর বয়সী মারিয়ানো গোলকিপারকে ডজ দিয়ে বল জালে জড়ালেও রেফারি অফসাইডের কারণে গোল দেননি।

২৩ মিনিটে গেটাফের সুবর্ণ সুযোগ নষ্ট হয়। মাতার এর হেড পোস্টে লেগে ফিরে আসে।

রিয়ালকে শিরোপার পথে আটকে দিলো গেটাফে রিয়াল অবশ্য চার মিনিট পর পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে।মার্সেলোর ফ্রি-কিক থেকে মারিয়ানোর হেড ঠিকঠাক লক্ষ্যে পৌঁছেনি। তার আগেই এক ডিফেন্ডার ক্লিয়ার করেন।

৩৯ মিনিটে ক্রস থেকে ভিনিসিয়ুসের হেড গোলকিপার ডেভিড সোরিয়া ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করে রিয়ালকে গোল পেতে দেননি।

ইনজুরি সময়ে কার্লনেস এলেনার শট ক্রস বারের অনেক ওপর দিয়ে গেলে গেটাফেরও গোল পাওয়া হয়নি।

বিরতির পরও কোর্তোয়ার বড় পরীক্ষা নিয়েছে গেটাফের ফরোয়ার্ডরা। কিন্তু এই অর্ধেও কোনও গোল হয়নি।

৫৯ মিনিটে গেটাফের উনাল ভালো সুযোগ পেয়েছিলেন। মাতার সঙ্গে দেওয়া নেওয়া করে তুরস্কের এই স্ট্রাইকার বক্সের প্রান্ত থেকে ডান পায়ে জোরালো শট নিয়েছিলেন, কিন্তু গোলকিপার কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে সেই সুযোগ নস্যাৎ করে দেন।

৬৪ মিনিটে বেনজেমা ও ব্লাঙ্কো মাঠে নামেন। কিন্তু তাতে রিয়ালের খেলার চিত্র তেমন একটা পরিবর্তন হয়নি। ৭৮ মিনিটে বরং গেটাফের একটি প্রচেষ্টা গোলকিপার কোনমতে রুখে দেন।

শেষ পর্যন্ত ম্যাচ গোল শূন্য ড্র দিয়েই শেষ হয়েছে।

এছাড়া রবিবার দিনের অন্য প্রতিযোগিতা ইংল্যান্ডের এফএ কাপে চেলসির ফাইনালে প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেছে। অল ব্লুজ ১৫ মে মুখোমুখি হবে লেস্টার সিটির। দ্বিতীয় সেমিফাইনালে লেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনের।

ইংলিশ লিগে ওল্ড ট্র্যাফোর্ডে অবশ্য বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

দিনের অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে ১-১ ড্র করা আর্সেনাল ৩২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

সিরি আতে চোটের কারণে রোনালদো কে ছাড়া খেলতে নেমে জুভেন্টাস হেরে গেছে আটলান্টার কাছে। হারের ব্যবধান ১-০। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আন্দ্রে পিরলোর দল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে আটলান্টা।৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অবশ্য ইন্টার মিলান। এসি মিলান ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

প্যারিসে নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই ৩-২ গোলে হারিয়েছে সাত এতিয়েনকে। ৩৩ ম্যাচে লিলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর এক পয়েন্ট কম নিয়ে আছে নেইমার-দি মারিয়ারা।

/টিএ/এফএএন/

/এফএএন/
সম্পর্কিত
লেভারকুসেনের রেকর্ডের পর গুঞ্জন উড়িয়ে দিলেন আলোনসো 
কেইনের বায়ার্ন অভিষেকে শিরোপা জিতলো লাইপজিগ
হুয়ান গাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ টটেনহাম
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়