X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ২১:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২১:১৪

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আইইইই ক্লাবের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে 'টিম সলুশন স্কোয়াড।'

শনিবার ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলমান প্রযুক্তিভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় সম্প্রতি। বিশ্ববিদ্যালয়ের ১০টি টিমের অংশগ্রহণে তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিজয়ী 'সলুশন স্কোয়াড' দলের সদস্যরা হলেম বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ফারজানা ফাইজা মুস্তারি, মো. হাসিন ইশরাক এবং ২০ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী খায়রুন্নেসা তাকিয়া।

বিজয়ের অনুভূতি জানতে চাইলে 'সলুশন স্কোয়াড' দলের দলনেতা ফারজানা ফাইজ মুস্তারি বলেন, ‘আশা করি বিতর্ককে ভালোবেসে আমরা এটি নিয়ে ভবিষ্যতেও কাজ করে যাবো। প্রতিপক্ষ দলের বিতার্কিকরাও অসাধারণ বিতর্ক করেছে। তাদের জন্যও অনেক অনেক শুভকামনা।’

বিতর্কে রানারআপ দল 'টিম ত্রিভুজ' এর সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সোহেল মিয়া, দেবাশীস কুমার পাল এবং ১৯ ব্যাচের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী সাকিব শাওন।

অনলাইনে প্রতিযোগিতাটি উদ্দীপনা এবং টান টান উত্তেজনার মধ্যে সফলভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই হাবিপ্রবি শাখার কাউন্সিলর ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

প্রতিযোগিতা সম্পর্কে আইইইই হাবিপ্রবি ছাত্র শাখার সাধারণ সম্পাদক উষ্ণ দাশ বলেন, 'আইইইই হাবিপ্রবি শাখার উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক এই অনলাইন বিতর্ক উৎসব প্রথমবারের মতো আয়োজিত হয়েছে। আশা করি এ বছরের ন্যায় আগামী বছরগুলোতেও এমন বিতর্ক উৎসব আয়োজন করা হবে। হাবিপ্রবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক চেতনা গড়ে তোলার পাশাপাশি সুদক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তোলায় বিতর্ক প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য ছিল।'

এছাড়াও বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি আইইইই হাবিপ্রবি শাখার সকল সদস্য ও বিতর্কে অংশগ্রহণকারী সকল দলের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা