X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজের উদযাপন চলছে, তবে পথ হারিয়েছে রাজস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ০০:১১আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০০:১১

আইপিএলে উইকেট উদযাপন চলছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সোমবারের ম্যাচেও উইকেট পেয়েছেন বাংলাদেশি পেসার। তবে রাতটা উৎসবমুখর হয়নি। তার দল রাজস্থান রয়্যালস ৪৫ রানে হেরে গেছে চেন্নাইয়ের কাছে। আগের ম্যাচেই জয়ে ফেরা রাজস্থান আবার পথ হারালো।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে মহেন্দ্র সিং ধোনিরা ৯ উইকেটে করে ১৮৮ রান। যেখানে মোস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। কঠিন লক্ষ্যে খেলতে নেমে রাজস্থান ৯ উইকেটে করতে পারে ১৪৩ রান। ফলে টানা দ্বিতীয় জয় পেলো চেন্নাই। আগের ম্যাচে তারা হারিয়েছিল পাঞ্জাব কিংসকে।

টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই শুরুতেই উইকেট হারায়। রাজস্থানকে দারুণ শুরু এনে দেন মোস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। পরের দিকের ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। তারপরও স্কোরবোর্ডে ১৮৮ রান উঠেছে সব ব্যাটসম্যান কমবেশি অবদান রাখায়।

দলীয় স্কোর ১৮৮, অথচ ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটা ৩৩ রানের, খেলেছেন ফাফ ডু প্লেসি। এই ওপেনার ১৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ঝড়ো ইনিংসটি সাজান। মঈন আলী ২০ বলে ২৬, সুরেশ রায়না ১৫ বলে ১৮, আম্বাতি রাইডু ১৭ বলে ২৭, ধোনি ১৭ বলে ১৮ ও স্যাম কারেন ৬ বলে করেন ১৩ রান। আর ডোয়াইন ব্রাভো ৮ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ২০ রানে।

রাজস্থানের সবচেয়ে সফল বোলার চেতন সাকারিয়া। ৪ ওভারে ৩৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন ক্রিস মরিস। আর মোস্তাফিজের শিকার ১ উইকেট।

১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি রাজস্থান। ওপেনার জস বাটলার ৩৫ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রানের চমৎকার ইনিংস খেললেও আর কেউ দাঁড়াতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন জয়দেব উনাড়কাট। ততক্ষণে অবশ্য হার দেখা হয়ে গেছে রাজস্থানের! অধিনায়ক সঞ্জু স্যামসন করেছেন মাত্র ১। ২০ রান আসে রাহুল তিওকিয়ার ব্যাট থেকে।

বল হাতে আলো ছড়িয়েছেন মঈন আলী। ইংলিশ স্পিনার ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ২৪ রান দিয়ে কারেনের শিকার ২ উইকেট। আর রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২৮ রান পেয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার