X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

মোস্তাফিজের উদযাপন চলছে, তবে পথ হারিয়েছে রাজস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ০০:১১আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০০:১১

আইপিএলে উইকেট উদযাপন চলছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সোমবারের ম্যাচেও উইকেট পেয়েছেন বাংলাদেশি পেসার। তবে রাতটা উৎসবমুখর হয়নি। তার দল রাজস্থান রয়্যালস ৪৫ রানে হেরে গেছে চেন্নাইয়ের কাছে। আগের ম্যাচেই জয়ে ফেরা রাজস্থান আবার পথ হারালো।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে মহেন্দ্র সিং ধোনিরা ৯ উইকেটে করে ১৮৮ রান। যেখানে মোস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। কঠিন লক্ষ্যে খেলতে নেমে রাজস্থান ৯ উইকেটে করতে পারে ১৪৩ রান। ফলে টানা দ্বিতীয় জয় পেলো চেন্নাই। আগের ম্যাচে তারা হারিয়েছিল পাঞ্জাব কিংসকে।

টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই শুরুতেই উইকেট হারায়। রাজস্থানকে দারুণ শুরু এনে দেন মোস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। পরের দিকের ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। তারপরও স্কোরবোর্ডে ১৮৮ রান উঠেছে সব ব্যাটসম্যান কমবেশি অবদান রাখায়।

দলীয় স্কোর ১৮৮, অথচ ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটা ৩৩ রানের, খেলেছেন ফাফ ডু প্লেসি। এই ওপেনার ১৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ঝড়ো ইনিংসটি সাজান। মঈন আলী ২০ বলে ২৬, সুরেশ রায়না ১৫ বলে ১৮, আম্বাতি রাইডু ১৭ বলে ২৭, ধোনি ১৭ বলে ১৮ ও স্যাম কারেন ৬ বলে করেন ১৩ রান। আর ডোয়াইন ব্রাভো ৮ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ২০ রানে।

রাজস্থানের সবচেয়ে সফল বোলার চেতন সাকারিয়া। ৪ ওভারে ৩৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন ক্রিস মরিস। আর মোস্তাফিজের শিকার ১ উইকেট।

১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি রাজস্থান। ওপেনার জস বাটলার ৩৫ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রানের চমৎকার ইনিংস খেললেও আর কেউ দাঁড়াতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন জয়দেব উনাড়কাট। ততক্ষণে অবশ্য হার দেখা হয়ে গেছে রাজস্থানের! অধিনায়ক সঞ্জু স্যামসন করেছেন মাত্র ১। ২০ রান আসে রাহুল তিওকিয়ার ব্যাট থেকে।

বল হাতে আলো ছড়িয়েছেন মঈন আলী। ইংলিশ স্পিনার ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ২৪ রান দিয়ে কারেনের শিকার ২ উইকেট। আর রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২৮ রান পেয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই