X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মোস্তাফিজের উদযাপন চলছে, তবে পথ হারিয়েছে রাজস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ০০:১১আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০০:১১

আইপিএলে উইকেট উদযাপন চলছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সোমবারের ম্যাচেও উইকেট পেয়েছেন বাংলাদেশি পেসার। তবে রাতটা উৎসবমুখর হয়নি। তার দল রাজস্থান রয়্যালস ৪৫ রানে হেরে গেছে চেন্নাইয়ের কাছে। আগের ম্যাচেই জয়ে ফেরা রাজস্থান আবার পথ হারালো।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে মহেন্দ্র সিং ধোনিরা ৯ উইকেটে করে ১৮৮ রান। যেখানে মোস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। কঠিন লক্ষ্যে খেলতে নেমে রাজস্থান ৯ উইকেটে করতে পারে ১৪৩ রান। ফলে টানা দ্বিতীয় জয় পেলো চেন্নাই। আগের ম্যাচে তারা হারিয়েছিল পাঞ্জাব কিংসকে।

টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই শুরুতেই উইকেট হারায়। রাজস্থানকে দারুণ শুরু এনে দেন মোস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। পরের দিকের ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। তারপরও স্কোরবোর্ডে ১৮৮ রান উঠেছে সব ব্যাটসম্যান কমবেশি অবদান রাখায়।

দলীয় স্কোর ১৮৮, অথচ ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটা ৩৩ রানের, খেলেছেন ফাফ ডু প্লেসি। এই ওপেনার ১৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ঝড়ো ইনিংসটি সাজান। মঈন আলী ২০ বলে ২৬, সুরেশ রায়না ১৫ বলে ১৮, আম্বাতি রাইডু ১৭ বলে ২৭, ধোনি ১৭ বলে ১৮ ও স্যাম কারেন ৬ বলে করেন ১৩ রান। আর ডোয়াইন ব্রাভো ৮ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ২০ রানে।

রাজস্থানের সবচেয়ে সফল বোলার চেতন সাকারিয়া। ৪ ওভারে ৩৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন ক্রিস মরিস। আর মোস্তাফিজের শিকার ১ উইকেট।

১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি রাজস্থান। ওপেনার জস বাটলার ৩৫ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রানের চমৎকার ইনিংস খেললেও আর কেউ দাঁড়াতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন জয়দেব উনাড়কাট। ততক্ষণে অবশ্য হার দেখা হয়ে গেছে রাজস্থানের! অধিনায়ক সঞ্জু স্যামসন করেছেন মাত্র ১। ২০ রান আসে রাহুল তিওকিয়ার ব্যাট থেকে।

বল হাতে আলো ছড়িয়েছেন মঈন আলী। ইংলিশ স্পিনার ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ২৪ রান দিয়ে কারেনের শিকার ২ উইকেট। আর রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২৮ রান পেয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি