X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্যর্থ ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করুন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৫:৩৫আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫:৪৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কে যথাযথভাবে কাজ করতে ব্যর্থ ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করুন।’ মঙ্গলবার (২০ এপ্রিল) রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

সড়ক পরিবহন মন্ত্রী এ সময় কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদ এলেই আমরা ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত করবো। বাকি সময় রাস্তা ক্ষতি হতেই থাকবে! ক্ষতিগ্রস্ত রাস্তা সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে। এখানে ঈদ আর বর্ষার বিষয় নয়।’

তিনি বলেন, ‘আমি প্রায়ই দেখি ঈদ এবং বর্ষা এলে আমরা তাড়াহুড়া করি। বৃষ্টি-বাদলের মধ্যে খোয়া, বালু দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করি। কিন্তু বাস্তবে গর্ত আরও বড় হয়ে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয়। কাজেই যে কাজটি যখন দরকার তখনই তা শেষ করতে হবে। সারা বছর কাজ করতে হবে।’ মন্ত্রী এ সময় সবাইকে দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ দেন।

বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব না আনার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘শুধু মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনবেন না। কাজটা মেয়াদের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। কাজের মান ঠিক রেখে গতি বাড়াতে হবে। ঠিকাদারদের কেবল কাজ দিলেই হবে না, কাজটা বুঝে নিতে হবে। যথাযথভাবে তারা কাজ করছে কিনা তা দেখতে হবে। ঠিকাদারের জন্য কাজ বিলম্বিত হলে তাহলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ করে দিতে হবে। কার্যাদেশ বাতিল করতে হবে। প্রয়োজনে তাদের কালো তালিকাভুক্ত করতে হবে।’

ওবায়দুল কাদের গ্রাহকদের কাছে বিআরটিএ’কে গ্রহণযোগ্য করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, ‘এ প্রতিষ্ঠানে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু কিছু এলাকায় অভিযোগ রয়েছে। সেগুলো বন্ধ করতে হবে।’

 

/ইএইচএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
বিএনপিসহ স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী শক্তিকে প্রতিহত করবো: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া