X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পথচারীদের নিয়ে পুলিশের মেহমানদারি ইফতার

নওগাঁ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২১, ১৮:৩২আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৮:৩২

প্রতিদিন তিনশো রোজাদার মেহমানকে সঙ্গে নিয়ে ইফতার করছেন নওগাঁ জেলা পুলিশের সদস্যরা। পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এই উদ্যোগ নিয়েছেন। প্রথম রোজা থেকেই চলছে এমন মেহমানদারি ইফতার। এবার রোজার প্রথম থেকেই চলছে সর্বাত্মক লকডাউন। এ কারণে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশ দ্বার ও সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টগুলোতে ২৪ ঘণ্টা থাকছে পুলিশ মোতায়েন। ওইসব পুলিশ সদস্যদের নাওয়া-খাওয়া সবই করতে হচ্ছে চেকপোস্টেই।

রোজাদার পুলিশ সদস্যরা স্বজনদের ছেড়ে রাস্তায় বসে ইফতার সারছেন। পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া প্রতিদিনই কোনও না কোনও চেকপোস্টে সাধারণ মানুষের কাতারে বসে ইফতার করছেন। একই সঙ্গে মেহমানদারিও করছেন। পণ্যবাহী গাড়ির চালক, পথচারী, ছিন্নমূল মানুষকে সঙ্গে নিয়ে ইফতার করছেন তারা। পুলিশের এই ভালবাসা ও মেহমানদারি ইফতার সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, এসপি আবদুল মান্নান মিয়ার তদারকিতে প্রতিদিন পুলিশ লাইনস ও বিভিন্ন থানায় ইফতার তৈরি হয়। কর্তব্যরত পুলিশ সদস্যদের পাশাপাশি মেহমানদারির জন্য তৈরি করা হয় আরও ৩০০ জনের অতিরিক্ত ইফতার। ইফতারে প্রতিদিন আলাদা আয়োজনে থাকে। তবে খেজুর, ছোলা বুট, মুড়ি, বেগুনি, কলা, পেঁয়াজি, মিনারেল পানি ও মাঠা রাখা হয়। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতার করতে পেরে খুশি, জানান তারা।

পুলিশ সদস্য নাজমুল হোসেন বলেন, ‘প্রতিদিনই অপরিচিত কিছু রোজাদার মেহমানের সঙ্গে ইফতার করছি। কেউ কাউকে চিনি না অথচ একসঙ্গে ইফতার করছি। খুব ভালো লাগছে।’

নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘এসপি স্যারের মহৎ উদ্যোগে  সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মধ্যে মেলবন্ধন তৈরি হচ্ছে।’ এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, ‘পুলিশ সব সময় রাষ্ট্রের মহান দ্বায়িত্ব পালনের মধ্য দিয়ে মানুষের জন্য কাজ করে। করোনা মহামারির প্রথম ধাপে যেভাবে মানবিক পুলিশ কাজ করেছে, দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি সচেষ্ট তারা। সর্বাত্মক লকডাউন কার্যকর, মানুষের জানমালের নিরাপত্তা দিতে সদা তৎপর পুলিশের প্রতিটি সদস্য।’

তিনি আরও বলেন, ‘রাস্তায় অনেক রোজাদারকেই ইফতার করতে দেখা যায়। সেইসব মানুষের কথা চিন্তা করে প্রতিদিন জেলা পুলিশের সক্ষমতা থেকে ৩০০ জনের মেহমানদারির আয়োজন করছি। পুলিশ সদস্যরা রাস্তায় দ্বায়িত পালনের পাশাপাশি ইফতারের সময় মেহমানদারি করছেন।’ মাহে রমজানের পুরো মাস জুড়েই এই মেহমানদারি চলবে জানান এসপি।

এদিকে নওগাঁ জেলা পুলিশের এমন মহৎ কাজের প্রশংসা করেছেন শহরের বিশিষ্টজনরা। লকডাউনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!