X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

করোনায় মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শাহাব উদ্দিনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৭:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৭:৫৭

করোনার কাছে হেরে গেলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাব উদ্দিন। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফ্ফর আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৮ মার্চ শাহাব উদ্দিন করোনা পজিটিভ হোন। এরপর তাকে নগরীর পাঁচলাইশ এলাকার ডেল্টা কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে প্রথম দফায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর গত ৪ এপ্রিল হঠাৎ তার অক্সিজেন লেভেল কমতে থাকে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি এতদিন চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মো. শাহাব উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের মরহুম হাফেজ আহমদের প্রথম পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

তার জামাতা রাইসুল উদ্দিন সৈকত জানান, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে করোনা পরিস্থিতির কারণে গ্রামের বাড়ি মিরসরাইয়ে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে। তবে মুক্তিযোদ্ধা ও উনার সহকর্মীদের অনুরোধে বাদ জুমা নগরীর পাঁচলাইশস্থ মোহাম্মদপুর আবাসিক এলাকায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় মীরসরাই উপজেলার মলিয়াইশস্থ নিজ গ্রামে তাকে রাষ্ট্রীয় সম্মান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫