X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাত পোহালেই অস্কার, অনুষ্ঠিত হবে একসঙ্গে তিন দেশে!

ফয়সল আবদুল্লাহ
২৫ এপ্রিল ২০২১, ২০:৫৮আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০১:৫৭

৯৩তম অস্কারের পর্দা উন্মোচিত হবে বাংলাদেশ সময় ২৬ এপ্রিল ভোর ৬টায়। ঘোষণা হবে গত বছর মুক্তি পাওয়া সেরা ছবি আর তারকাদের নাম।

জমকালো এ অনুষ্ঠানের দিকে নজর থাকে গোটা দুনিয়ার। কাকে কেমন দেখাচ্ছে, কে কীভাবে সাজলো, সেসব নিয়েও মাতামাতির শেষ নেই। প্রশ্ন হলো, এবারের অস্কার অনুষ্ঠানে আসা তারকাদের সবার মুখ কি মাস্কে ঢাকা থাকবে?

এমন আরও অনেক প্রশ্নই দেখা দিয়েছিল। যার সমাধানের জন্য রীতিমতো জুম মিটিংয়ে বসতে হয়েছিল অস্কার কমিটি ও মনোনয়ন পাওয়া তারকাদের মধ্যে। সিদ্ধান্ত হলো লস অ্যাঞ্জেলেস ডলবি থিয়েটারের পাশাপাশি এবার যুক্ত হলো শহরের খোলামেলা ইউনিয়ন স্টেশন।

লস অ্যাঞ্জেলেস আয়োজকরা জানায়, অনুষ্ঠানের মূল পর্ব যথারীতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে হবে। শহরের দুটি ভেন্যুতে বিভক্ত হবে- ডলবি থিয়েটার ও ইউনিয়ন স্টেশন।

করোনাকাল, তাই আরও দুটি বিশেষ ভেন্যুও যুক্ত হচ্ছে এবার। যুক্তরাজ্যের মনোনীত প্রার্থীদের জন্য নির্ধারণ করা হলো লন্ডনের বিএফআই এবং ফরাসি মনোনীতদের জন্য প্যারিসে আরও একটি স্টুডিও স্থাপন করা হলো। একসঙ্গে চারটি ভেন্যু থেকে সম্প্রচার সমন্বয় করা হবে পুরো আয়োজন।

আয়োজনের প্রযোজক বললেন, ‘আমন্ত্রিত ব্যক্তিদের জন্য তারা নিরাপদ ও উপভোগ্য সন্ধ্যা উপহার দেওয়ার লক্ষ্যেই বড় পরিসরে গিয়েছেন এবার।’ আরও জানান, অনুষ্ঠানে সরাসরি যারা আসবেন, তাদের অন্তত তিনবার কোভিড টেস্ট করিয়ে নিতে হবে।

পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে অস্কারের জন্য নির্ধারিত চ্যানেল স্কাই সিনেমা।

নোম্যানল্যান্ড মাস্কের বিষয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্কারের প্রতিনিধিরা। তাদের কথা হলো, এটা যেহেতু টিভি ফিল্ম প্রডাকশন তাই ক্যামেরার সামনে তারকাদের মাস্ক পরার বাধ্যবাধকতা থাকবে না। বাকি সময় তারা মাস্ক পরে থাকতে পারবেন।

আসন সংখ্যাও সীমিত। ১৭০ জন অতিথি দূরত্ব মেনে বসবেন ইউনিয়ন স্টেশনে। ঢোকার পথে শরীরের তাপমাত্রা চেক করতেই হবে।

ভেনেসা কিরবি অস্কার ২০২১-এর মনোনীত ছবি ও কলাকুশলীদের উল্লেখযোগ্য তালিকাটা দেওয়া হলো-

ছবি : সাউন্ড অব মেটাল (দরিয়াস মারডার), ম্যাংক (ডেভিড ফিঞ্চার), মিনারি (লি আইজ্যাক চুং), প্রমিজিং ইয়ং উইম্যান (এমারেল্ড ফেনেল), দ্য ফাদার (ফ্লোরিয়ান জেলার), ‍জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া (সাকা কিং), দ্য ট্রায়াল অব দ্য শিকাগো (অ্যারন সরকিন) ও নোম্যাডল্যান্ড (ক্লোয়ি ঝাও)।

অভিনেতা: অ্যান্থনি হপকিনস, রিজ আহমেদ, স্টিভেন ইউন, চ্যাডউইক বোসম্যান ও গ্যারি ওল্ডম্যান।

অভিনেত্রী: আন্দ্রা ডে, ভেনেসা কিরবি, ক্যারি মুলিগান, ভিওলা ডেভিস ও ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড।

চ্যাডউইক বোসম্যান (মাঝে) ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (কাওথার বেন হানিয়া, বেলজিয়াম), কালেকটিভ (আলেকজান্দার নানাউ, রোমানিয়া), কু ভাদিস আইদা (জ্যাসমিলা বানিক, বসনিয়া), বেটার ডেজ (কক চিউং সাং, চীন) এবং অ্যানাদার রাউন্ড (থমাস ভিনটারবার্গ, ডেনমার্ক)।

অ্যানিমেশন: ওলফওয়াকার্স, অনওয়ার্ড, সোল, আ শন দ্য শিপ মুভি-ফারমাগ্যাডন ও ওভার দ্য মুন। সোল

সূত্র: এবিসি-৭ ও বিবিসি

/এমএম/
সম্পর্কিত
‘ওপেনহাইমার’ থেকে নোলানের আয় এক হাজার কোটি!
‘ওপেনহাইমার’ থেকে নোলানের আয় এক হাজার কোটি!
অস্কারের পরতে পরতে যুদ্ধের আবহে শান্তির জয়গান
অস্কারের পরতে পরতে যুদ্ধের আবহে শান্তির জয়গান
অস্কার ২০২৪: দু’হাত ভরে পুরস্কার পেয়েছে জাপান
অস্কার ২০২৪: দু’হাত ভরে পুরস্কার পেয়েছে জাপান
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা, কারণ কী
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা, কারণ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!