X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না করোনামুক্ত মান্নান

আমিনুল ইসলাম বাবু
২৭ এপ্রিল ২০২১, ১৭:১২আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:১২

বরিশালের মুলাদি উপজেলার চড় মালিয়া গ্রামের সেকান্দর ব্যাপারীর ছেলে মান্নান। গত সোমবার (২৬ তারিখ) ঢামেক হাসপাতাল করোনা ইউনিট থেকে তাকে ছুটি দিয়েছেন চিকিৎসারা। কিন্তু করোনামুক্ত হলেও হাসপাতাল ছাড়েননি রোগী ও তার স্বজনরা।

এদিকে মান্নানের স্ত্রী শিল্পী বেগম বলেন, মান্নানের দু বছর আগে একবার মানসিক সমস্যা হয়েছিল। তখন মানসিক হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হন। মাসখানেক আগে আবারও এ সমস্যা দেখা দেয়। পরে হাসপাতালে নেওয়া হয়।

মান্নানকে ছুটি দেওয়া হয়েছে, যাচ্ছেন না কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ি নাই, লঞ্চ নাই কিভাবে যাই। বাড়িতে সংবাদ দিয়েছি, কেউ আসলে যাবো। এ ছাড়াও আমার কাছে এত টাকা নাই যে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাবো।

ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না করোনামুক্ত মান্নান

২৭ এপ্রিল সকালে ঢামেক হাসপাতালের নতুন ভবনের পাগলামি করছিল মান্নান। তখন তার স্বজনরা তাকে টানাটানি করে আবার হাসপাতালে ধরে নেওয়ার সময় নজরে পড়ে গণমাধ্যমের। পরে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পজিটিভ হওয়ায় গত ২০ এপ্রিল থেকে ঢামেক হাসপাতালের ৯০১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল মান্নান। চিকিৎসকরা বলছেন, তার মানসিক সমস্যা রয়েছে। এখন তিনি করোনামুক্ত কিন্তু অর্থাভাবে হাসপাতাল ছেড়ে যেতে পারছেন না। তার ওপর লঞ্চ বন্ধ।

সেখানে কর্তব্যরত নার্স রুহুল আমিন জানিয়েছেন, মান্নান মানসিকভাবে অসুস্থ। তিনি গত ১০ এপ্রিল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিউটে ভর্তি ছিলেন। সেখানে তার করোনা পজিটিভ হওয়ার পরে গত ২০ তারিখ থেকে এখানে তিনি ভর্তি ছিলেন। ২৬ তারিখ তাকে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। কিন্তু তারা এখনও যাননি।

ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না করোনামুক্ত মান্নান

ওই বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম জানিয়েছেন, মানসিক ইন্সটিটিউটে করোনা রোগীর চিকিৎসা থাকার পরে তারা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। তার অবস্থার অনেক উন্নতি হয়েছে, তার শ্বাসকষ্ট নেই, তিনি দিব্যি ঘুরাফেরা করছেন। তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ছাড়পত্র পেয়েও হাসপাতাল ছাড়ছেন না করোনামুক্ত মান্নান

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/এমআর/
সম্পর্কিত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত