X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভারত বাঁচাতে প্রিয়াঙ্কার আকুতি (ভিডিও)

বিনোদন ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ২৩:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৭:৩১

ভারত আমার বাড়ি, আর সেই বাড়িতে এখন রক্ত ঝরছেচলমান কোভিড বিপর্যয়ে দেশের সবাইকে এগিয়ে আসার জন্য নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এভাবেই আকুতি জানালেন প্রিয়াঙ্কা চোপড়া।

তার মতো করে এভাবে আহ্বান জানিয়েছেন খুব কম বলিউড তারকাই। আর তাই নিন্দুকেরা যারা এতদিন বলে আসছিলেন, প্রিয়াঙ্কা তো পরদেশি (নিক জোনাসের স্ত্রী) হয়ে গেলো, তারা এখন মুখ লুকাতে বাধ্য।

এক মিনিটের ওই আবেগঘন ভিডিও বার্তার পাশাপাশি প্রিয়াঙ্কা লিখেও দিয়েছেন এখন সবার কী করা উচিত। তার ভাষ্যে, ‘গিভ ইন্ডিয়া দাতব্য সংস্থার সঙ্গে একাত্ম হয়েছি আমি। যে সংস্থাটি ভারতের কোভিড সহায়তায় এখন সবচেয়ে বেশি কাজ করছে। ইনস্টাগ্রামে আমাকে এখন ফলো করেন ৬ কোটি ৩০ লাখ মানুষ। এরমধ্যে যদি এক লাখ মানুষও ১০ ডলার করে দেয়, তবে ১০ লাখ ডলার হবে। এটা অনেক বড় একটা অংক। যা সরাসরি চলে যাবে ভারতের স্বাস্থ্যসেবার অবকাঠামো খাতে (কোভিড কেয়ার সেন্টার, আইসোলেশন সেন্টার ও অক্সিজেন জেনারেটর প্লান্ট), মেডিক্যাল যন্ত্রপাতি ও ভ্যাকসিন খাতে।’

আরও বলেন, ‘প্লিজ প্লিজ ডোনেট করুন। নিক ও আমি ইতোমধ্যে করেছি ও করে যাবো। প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নই। ইতোমধ্যে অনেককে এগিয়ে আসতে দেখছি, যা খুব আশা জাগানিয়া। এই ভাইরাসটাকে হারাতে হবে। আর তা করতে সবাইকে দরকার। সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra)

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’
‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান